Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়ায় অভিযান ওয়েলফেরারের উদ্যোগে আন্তর্জাতিক পুরুষ দিবস পালন হলো

১৯ শে নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস পালন করল পূর্ব মেদিনাপুর জেলা অভিযান ওয়েলফেরার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট।পশ্চিমবাংলার অন্যতম পুরুষ অধিকার আন্দোলন সংগঠন হল অভিযান।যেখানে আইনতভাবে পুরুষের থেকে নারীদের মৌখিক অভিযোগ বেশিগ্রহনয…

 





১৯ শে নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস পালন করল পূর্ব মেদিনাপুর জেলা অভিযান ওয়েলফেরার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট।পশ্চিমবাংলার অন্যতম পুরুষ অধিকার আন্দোলন সংগঠন হল অভিযান।যেখানে আইনতভাবে পুরুষের থেকে নারীদের মৌখিক অভিযোগ বেশিগ্রহনযোগ্য হয়ে উঠেছে। তবে বর্তমানে নারী কর্তৃক পুরুষদের উপর অত্যাচার প্রতিনিয়ত বেড়ে চলেছে।এমনটাই অভিযোগ অভিযান ওয়েলফেরারের। একজন পুরুষ অন্যায় করলে তাঁদের যে শাস্তি হয় একই অভিযোগে অভিযুক্ত নারীর সমতুল্য শাস্তি হয় না। যে কারনে সামাজিক ভাবে নারী পুরুষের আইনী পরিকাঠামো সমানাধিকার হওয়া প্রয়োজন। পাশাপাশি ভারতবর্ষে পুরুষ কমিশন, লিঙ্গ নিরপেক্ষ আইন, সন্তানদের ওপর বাবার অধিকার, লিঙ্গ নিরপেক্ষ ধর্ষণ আইন, এবং গার্হস্থ্য হিংসা ও পুরুষদের সুরক্ষা আইন গঠন করার দাবি জানায় পূর্ব মেদিনীপুর জেলা অভিযান ওয়েলফেরার কমিটি। এদিন তাঁরা পাঁশকুড়া শহরের বিভিন্ন জায়গা সহ স্টেশন চত্বর, বাসস্ট্যান্ড, মার্কেটের বিভিন্ন জায়গায় পুরুষ অধিকারের বার্তা নিয়ে মানুষকে বোঝানোর পাশাপাশি, সমস্ত মানুষদের হাতে মাস্ক তুলে দিয়ে কোভিডবিধি মেনে চলার পরামর্শ দেয়। এমনকি এদিন তাঁরা দুঃস্থ মানুষদের হাতে খাওয়ারও তুলে দেয়।

No comments