Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুভ জন্মদিন বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে আজ ১৫৯ বছরে পদার্পণ করলো।

শুভ জন্মদিন বাংলাদেশ রেলওয়েবাংলাদেশ রেলওয়ে আজ ১৫৯ বছরে পদার্পণ করলো।১৮৬২ সালের ১৫ নভেম্বর, অর্থাৎ এই দিনে বাংলাদেশের মানুষ প্রথমবারের মতো ট্রেন দেখেছিল। রানাঘাট থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেল লাইন স্থাপনের মাধ্যমে বাংলাদেশে প্রথ…

 




শুভ জন্মদিন বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ে আজ ১৫৯ বছরে পদার্পণ করলো।

১৮৬২ সালের ১৫ নভেম্বর, অর্থাৎ এই দিনে বাংলাদেশের মানুষ প্রথমবারের মতো ট্রেন দেখেছিল। 

রানাঘাট থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেল লাইন স্থাপনের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো রেল যোগাযোগের সূচনা হয়। 

বাংলাদেশ অঞ্চলে প্রবেশ করা প্রথম ট্রেনটি রানাঘাট থেকে দর্শনা হয়ে কুষ্টিয়ার জগতি এসে থেমেছিল, সেই ট্রেনটিকে টেনে নিয়ে এসেছিল একটি বাষ্পচালিত লোকোমোটিভ।

সেদিন বহু মানুষ সেই ট্রেন দেখার জন্য ভীড় করেছিল এবং অবাক হয়ে তাকিয়েছিল দানবীয় এক ইঞ্জিন চালিত গাড়ি দেখে, যা ছিল তাদের চোখে প্রথমবারের মতো দেখা এক নতুন প্রযুক্তি।


বাংলাদেশে প্রথম রেলপথ চালু করে Eastern Bengal Railway।

এর সাথে Assam Bengal Railway সহ আরও কিছু ব্রিটিশ কোম্পানি তখন বেশকিছু রেল রুট চালু করে সেবা দিয়ে গেছে সেই সময়ে।

১৯৪৭ সালের দেশভাগের পরেও Eastern Bengal Railway (EBR) নামটি ছিল, তবে ১৯৫৬ সালের পর এর নামকরণ করা হয় Pakistan Eastern Railway (PER), এবং ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর হয়ে যায় Bangladesh Railway (BR)।


বাংলাদেশ রেলওয়ে সূচনালগ্ন থেকেই যাত্রী এবং পণ্য দুই রকমের সেবাই দিয়ে আসছে। বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার একটি অন্যতম গুরুত্বপুর্ণ সেক্টর এই রেলওয়ে।

বিভিন্ন সময়ে অনেক পরিবর্তন এসেছে রেলওয়ে তে, এবং সামনে আরও কিছু প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে রেলওয়ে সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে।


বাংলাদেশ রেলওয়ে এগিয়ে যাক আরও সামনে এবং সেবা দিয়ে যাক ভালোভাবে এটাই প্রত্যাশা। 

১৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা এবং

শুভ কামনা বাংলাদেশ রেলওয়ে।

তথ্যসূত্র : Wikipedia, এর সাথে বিভিন্ন পত্র-পত্রিকা, বই এবং ম্যাগাজিন ।


No comments