গত একুশে বিধানসভা নির্বাচনে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা ভারতীয় জনতা পার্টি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং সিপিআই(এম) প্রার্থী মীনাক্ষী মুখার্জি পূর্ব মেদিনীপুর জেলার নন্দী…
গত একুশে বিধানসভা নির্বাচনে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা ভারতীয় জনতা পার্টি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং সিপিআই(এম) প্রার্থী মীনাক্ষী মুখার্জি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার প্রার্থী হয়েছিলেন নির্বাচনের ফলাফলের পর অগ্নিগর্ভ হয়ে ওঠে নন্দীগ্রাম। সেজন্যই বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজ্যের রাজ্যপাল এবং রাজ্য ও কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর বিভিন্ন সময় পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম সহ বিভিন্ন এলাকা ঘুরে গেছেন। তার ফলে কেন্দ্রীয় সিবিআই তদন্ত শুরু করে এবং নির্বাচনে জয়-পরাজয় নিয়ে শাসকদল হাইকোর্টের দ্বারস্থ হন। সেই নন্দীগ্রামে একুশে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের আগাম জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।ভোট পরবর্তী হিংসায় নন্দীগ্রামে বিজেপি নেতা দেবব্রত মাইতি খুনের ঘটনায় নাম জড়িয়েছিল সুফিয়ানের। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তদন্তে তলবও করা হয়েছে সুফিয়ানকে। তবে তিনি বারবারই অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন বলে অভিযোগ। এর পরে গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান শেখ সুফিয়ান।ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের নির্দেশে মামলার তদন্ত শুরু করে সিবিআই। তাতেই একাধিক অভিযোগ রয়েছে শেখ সুফিয়ানের বিরুদ্ধে। সিবিআই এদিন আদালতে দাবি করে, শেখ সুফিয়ান জামিন পেলে গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করে দিতে পারেন।
No comments