পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া। দু'হাতের নয়, এক হাতের কাজের দাবিতে হলদিয়া রিফাইনারি তৈল শোধনাগারে মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভ সামিল হল শাসকদলের নেতৃত্ব। স্থানীয় এলাকার মানুষের কাজের দাবিতে ধর্না অবস…
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া। দু'হাতের নয়, এক হাতের কাজের দাবিতে হলদিয়া রিফাইনারি তৈল শোধনাগারে মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভ সামিল হল শাসকদলের নেতৃত্ব। স্থানীয় এলাকার মানুষের কাজের দাবিতে ধর্না অবস্থান বিক্ষোভ। প্রসঙ্গত, বিক্ষোভ কারীদের অভিযোগ, স্থানীয় বেকারদের যুবকদের কাজে না লাগিয়ে, বাইরে থেকে শ্রমিক নিয়ে কাজ করানো হচ্ছে। সম্প্রতি হলদিয়া আইওসি কারখানায় সার্টডাঊনের কাজ চলছে। অভিযোগ,সেখানে কারখানার কতৃপক্ষ ও কন্ট্রাক্টর যোগ সাজিসে এইভাবে কারখানায় বহিরাগতদের নিয়েছে। ফলে স্থানীয় বেকার যুবকদের নিয়ে ধর্না অবস্থান বিক্ষোভে সামিল তৃনমূল নেতৃত্বরা। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি দেব প্রসাদ মন্ডল ও অন্যান্য নেতৃত্ব বৃন্দ।
No comments