দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কাঁথি দেশপ্রাণ ব্লক কংগ্রেস উদ্যোগে পদযাত্রাকেন্দ্র ও রাজ্য সরকারের ব্যর্থ অর্থনীতির ফলস্বরূপ পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্যতেল-সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ঘটেছে। তার প্রতিব…
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কাঁথি দেশপ্রাণ ব্লক কংগ্রেস উদ্যোগে পদযাত্রা
কেন্দ্র ও রাজ্য সরকারের ব্যর্থ অর্থনীতির ফলস্বরূপ পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্যতেল-সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ঘটেছে। তার প্রতিবাদে জন জাগরন অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে কাঁথি ২নং ব্লক কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় এক পদযাত্রা হয়। এই পদযাত্রায় নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্র, কাঁথি ২নংব্লক তথা দেশপ্রাণ ব্লক কংগ্রেসের সভাপতি কাঁথি ১নংব্লক কংগ্রেসের সভাপতি রামচন্দ্র ত্রিপাঠী, কংগ্রেস নেতা সেক ইমরান আলী, হারুণ রসিদ, সুদীপ দাস, সেক আতিবুল রহমান ও অন্যান্য নেতৃত্ব । পদযাত্রার শেষে দুর্গাপুর মিল্লাত মার্কেটে একটি পথসভায় মানসবাবু বলেন ইন্দিরা গান্ধী সাধারণ মানুষের স্বার্থেই ব্যাংক ও বহু শিল্প জাতীয়করণ করেছিলেন, কর্পোরেটের দালাল বিজেপি সরকার তাদের বন্ধু ব্যাবসায়ীদের স্বার্থে সেসব বিক্রি করে দিচ্ছে।
মানসবাবু বলেন পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে কংগ্রেস সরকার ভরতুকি দিত। আর মোদি সরকার ট্যাক্স, সেস বাড়াচ্ছে তো বাড়াচ্ছে। এখন ক্রুড অয়েল আমদানি ও উৎপাদন মূল্যের চেয়ে সরকারের ট্যাক্স বেশি।
No comments