Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কেশবপুর জনতা কো-অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি লিমিটেডের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন ও গ্রাহক পরিষেবা কেন্দ্রের শুভ উদ্বোধন

কেশবপুর জনতা কো-অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি লিমিটেড--এর  নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন ও গ্রাহক পরিষেবা কেন্দ্রের( C.S.P. ) শুভ উদ্বোধন হল। অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় পতাকা এবং সমবায়  সমিতির পতাকা উত্তোলনের মাধ্যমে । জাত…

 



কেশবপুর জনতা কো-অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি লিমিটেড--এর  নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন ও গ্রাহক পরিষেবা কেন্দ্রের( C.S.P. ) শুভ উদ্বোধন হল। অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় পতাকা এবং সমবায়  সমিতির পতাকা উত্তোলনের মাধ্যমে । জাতীয় পতাকা উত্তোলন করেন মহিষাদল ব্লক এর সমবায় পরিদর্শক সৌম্য জানা এবং সমবায়-- এর পতাকা উত্তোলন করেন তমলুক ঘাটাল সেন্ট্রাল কো:- -অপারেটিভ ইউনিয়নের চেয়ারম্যান শ্রী বিষ্ণুপদ সামন্ত । অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলন করেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী , নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে এবং মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস ও অমৃত বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিমালা প্রমান সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ। আজকের অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাজ্যের সেচ ওজলসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক ডঃ সৌমেন কুমার মহাপাত্র । বিশেষ কারণে তিনি নবান্নে চলে যান । সেই কারণে তিনি উপস্থিত হতে পারেন নাই। নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন ও গ্রাহক পরিষেবা কেন্দ্র-- এর শুভ উদ্বোধন করেন দুই বিধায়ক তিলক কুমার চক্রবর্তী ও সুকুমার দে। বলে জানিয়েছেন অনুষ্ঠানের সভাপতি তথা জনতা কো-অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি লিমিটেড--এর  সভাপতি শিক্ষক শ্রী চন্দন কুমার পন্ডা।

No comments