Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার কাজের দাবিতেএক্সাইড ব্যাটারি কারখানার গেট ঘেরাও করে বিক্ষোভ

হলদিয়ার উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মানুষের চাকরির দাবিতেএক্সাইড ব্যাটারি কারখানার গেট ঘেরাও করে বিক্ষোভ কাজের দাবিতে হলদিয়ার এক্সাইড ব্যাটারি কারখানার গেট ঘেরাও করে বিক্ষোভ দেখালেন উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। আজ, বুধবার সকা…

 



হলদিয়ার উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মানুষের চাকরির দাবিতেএক্সাইড ব্যাটারি কারখানার গেট ঘেরাও করে বিক্ষোভ

 কাজের দাবিতে হলদিয়ার এক্সাইড ব্যাটারি কারখানার গেট ঘেরাও করে বিক্ষোভ দেখালেন উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। আজ, বুধবার সকাল থেকে শুরু হয়েছে বিক্ষোভ অবস্থান। এদিন এক্সাইড মোড় থেকে প্লাকার্ড হাতে মিছিল করে এসে উদ্বাস্তু ক্ষতিগ্রস্তরা গেটে জমায়েত করেন। তাঁদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ জমিহারা পরিবারকে বঞ্চিত করে বহিরাগতদের কাজে নিয়োগ করছে। স্থানীয়দের দক্ষতা ও যোগ্যতা থাকা স্বত্ত্বেও বড় অঙ্কের টাকার বিনিময়ে বাইরে থেকে নিয়োগ করা হচ্ছে। 'কারখানা ম্যানেজমেন্ট কী গদ্দার দাদার অনুগামী' লেখা প্লাকার্ড নিয়ে শ্লোগান দেন বিক্ষোভরত মানুষজন। মহিলারাও বিক্ষোভে সামিল হন। আরও অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিনের পুরনো দক্ষ কর্মীদের সঙ্গে নানাভাবে দুর্ব্যবহার করেন। এর প্রতিবাদে সরব হয়েছেন শ্রমিকরাও। কারখানা কর্তৃপক্ষ এবিষয়ে মুখ খুলতে চায়নি। আইএনটিটিইউসির তমলুক জেলার সভাপতি তাপস মাইতি কারখানা গেটে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, বিক্ষোভের যথেষ্ট তাৎপর্য রয়েছে। কর্তৃপক্ষ অ্যাপ্রেন্টিসশিপের নাম করে রাতে ট্রেনিং দিচ্ছে বলে শ্রমিকরা অভিযোগ করছেন। দক্ষ কর্মীদের সরিয়ে শিক্ষানবিস কর্মী দের দিয়ে কাজ করানোয় ক্ষুব্ধ শ্রমিকরা। এদিন তাঁরাও বিক্ষোভ দেখান।

No comments