Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দীপাবলীর বিশেষ আকর্ষণ পুরানো দিনের বাংলার সংস্কৃতি নদিয়া ও বাঁকুড়ার মৃৎ শিল্পীদের পোড়ামাটির ভিন্ন ধরনের প্রদীপ মহিষাদলে

বাংলার পুরানো দিনের সংস্কৃতি মাটির প্রদীপ জ্বেলে দীপাবলির আনন্দ উৎসব পালন করুন । আহ্বান জানিয়েছেন মহিষাদল বাজারের দুই প্রতিষ্ঠিত ব্যবসায়ী অরুনাভ মান্না ও উত্তম কুমার পাল।এবার আর শব্দ বাজিদূষণ নয় , বায়ু দূষণ নয়  , বিদেশি আনা…

 



 

 বাংলার পুরানো দিনের সংস্কৃতি মাটির প্রদীপ জ্বেলে দীপাবলির আনন্দ উৎসব পালন করুন । আহ্বান জানিয়েছেন মহিষাদল বাজারের দুই প্রতিষ্ঠিত ব্যবসায়ী অরুনাভ মান্না ও উত্তম কুমার পাল।এবার আর শব্দ বাজিদূষণ নয় , বায়ু দূষণ নয়  , বিদেশি আনায় তৈরি নানা রকমের আলোর ঝিকিমিকি লাইট বা বাল্ব নয় ।


ঝিকিমিকি লাইট-- এর পরিবর্তে নদীয়া এবং বাঁকুড়ার মৃৎশিল্পীদের পোড়ামাটির পুরানো দিনের সেই সংস্কৃতি মাটির প্রদীপের ভিন্ন রকমের প্রদীপ নদীয়া এবং বাঁকুড়া থেকে মহিষাদল বাজারের  শহীদ বেদীর কাছে হাজির করেছেন দুই বন্ধু অরুনাভ মান্না এবং উত্তম কুমার পাল।

বিজ্ঞাপন



 এই পোড়ামাটির নানান ধরনের সামগ্রী বিক্রয় করে যা লভাংশ   হবে , তারা একটি সমাজ কল্যাণমূলক সংস্থা কে দান করবে। সেই সংস্থা এলাকার অসহায় দুঃস্থ গরিব পরিবারের মেধাবী ছাত্র ছাত্রীদেরকে তাদের উচ্চশিক্ষার জন্য বইপত্র কিনে সাহায্য করবে বলে জানান অরুনাভ  মান্না  ও প্রধান উদ্যোক্তা উত্তম কুমার পাল।

No comments