Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাম গণ সংগঠনগুলির ডাকে মিছিল নবগ্রামে

তুষার কান্তি খাঁ, নবগ্রাম, -কেন্দ্রীয় সরকার কে লোকসভায় কৃষি আইন প্রত্যাহার করতে হবে, সরকারি দরে ধান কেনা, খেতমজুর দের ১০০ দিনের কাজ প্রদান, শরম কোড প্রত্যাহার, ফাটকা বাজারী বন্ধ করা মোট 10 দফা দাবিতে সিপিআই (এম ) এর  গণ সংগঠনগু…

 







তুষার কান্তি খাঁ, নবগ্রাম, -কেন্দ্রীয় সরকার কে লোকসভায় কৃষি আইন প্রত্যাহার করতে হবে, সরকারি দরে ধান কেনা, খেতমজুর দের ১০০ দিনের কাজ প্রদান, শরম কোড প্রত্যাহার, ফাটকা বাজারী বন্ধ করা মোট 10 দফা দাবিতে সিপিআই (এম ) এর  গণ সংগঠনগুলির ডাকে মিছিল হল নবগ্রামে। মিছিলে অংশ নেয় বামদলের গণসংগঠন সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন, সারা ভারত কৃষক সভা নবগ্রাম ব্লক কমিটি, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ট্রেড ইউনিয়ন ও এ-বি পি টি এ র সদস্যরা।

বেলা তিনটে নাগাদ মিছিল শুরু হয় মুজাফফর আহমেদ শতবর্ষ ভবন ( নবগ্রাম) থেকে। মিছিল নবগ্রাম ব্লক মোড়, বাস স্ট্যান্ড মোড়, কালিতলা মোড় ,লাইব্রেরী মোড়, সোসাইটি মোড় ছুঁয়ে শেষ হয় নবগ্রাম বিডিও অফিসে। মিছিল শেষে একটি স্মারকলিপি প্রদান করা হয় নবগ্রামের বিডিও কে। মিছিলে পা মেলান কৃষক নেতা আমির আলী, মুকুল মন্ডল, খেতমজুর ইউনিয়নের জুয়েল শেখ, হাবিবুর রহমান, সিটু নেতা সঞ্জীব পান্ডে, শিক্ষক নেতা সমর প্রামানিক সহ  সংগঠনগুলির সদস্য ও সদস্যরা।

No comments