দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত মহিষাদলের ভূমিপুত্র তপন পানিগ্রাহী কে সম্বর্ধনা দিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির
মহিষাদল পঞ্চায়েত সমিতির সভা কক্ষে দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত মহিষাদলের ভূমিপুত্র তপন পানিগ্রাহী কে মহিষাদল পঞ্চায়েত…
দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত মহিষাদলের ভূমিপুত্র তপন পানিগ্রাহী কে সম্বর্ধনা দিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির
মহিষাদল পঞ্চায়েত সমিতির সভা কক্ষে দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত মহিষাদলের ভূমিপুত্র তপন পানিগ্রাহী কে মহিষাদল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ফুলের তোড়া এবং পিতলের সরস্বতীর মূর্তি দিয়ে সম্বর্ধনা জানানো হয় ।
জানিয়েছেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলি দাস। সম্বর্ধনা সভাকক্ষে উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী ,মহিষাদল ব্লকের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল, জয়েন্ট বিডিও বনমালী হালদার, শিক্ষা কর্মাধক্ষ মানস কুমার পন্ডা, স্বাস্থ্য কর্মাধক্ষ তরুণ কান্তি মন্ডল, অঞ্চল প্রধান সীমা মাইতি, মনিমালা প্রামানিক ,প্রদীপ কুমার মাঝি ,প্রদীপ কুমার জানা, শম্পা কাপ, উপপ্রধান সুদর্শন মাইতি ও দেবব্রত চক্রবর্তী সহ বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিগণ।
বিজ্ঞাপন
দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত মহিষাদলের ভূমিপুত্র তপন পানিগ্রাহী কে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানায় এলাকার জনপ্রিয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, বিডিও যোগেশ চন্দ্র মন্ডল, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলি দাস, জয়েন্ট বিডিও বনমালী হালদার ,শিক্ষা কর্মাধ্যক্ষ মানস কুমার পন্ডা সহ সমস্ত প্রধান ,উপপ্রধান এবং বিশিষ্টজনেরা ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানায়। বিধায়ক তিলক কুমার চক্রবর্তী বলেন মহিষাদলের ভূমিপুত্র তপন পানিগ্রাহী আমাদের মহিষাদলের গর্ব, জেলার গর্ব ওরাজ্যের গর্ব।
বিজ্ঞাপন
আজকে তপনবাবু কে আমাদের একেবারে কাছে পেয়ে আমরা খুবই খুশি, আনন্দিত এবং গর্বিত । আমাদের মহিষাদলের সন্তান তপন পানিগ্রাহী দ্রোণাচার্য পুরস্কার রাষ্ট্রপতির হাত থেকে পেয়েছেন। বিধায়ক ঘোষণা করেন পঞ্চায়েত সমিতির সভা কক্ষে সম্বর্ধনা সভায় দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত তপন পানিগ্রাহীর নামে একটি রাস্তার নামকরণ করা হবে।
No comments