Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যারাটে সফল হল পূর্ব মেদিনীপুর জেলার মেয়েরা

ক্যারাটে সফল হল পূর্ব মেদিনীপুর জেলার মেয়েরা

বিথী চক্রবর্তী, হলদিয়া ঃ কন্টিনেন্টাল শতোকান ক্যারাটে ডু ইন্ডিয়ার আয়োজনে তেলেঙ্গনার করিমনগর বি আর আম্বেদকর ইনডোর স্টেডিয়ামে অল ইন্ডিয়া ওপেন ক্যারেটে চ্যাম্পিয়নশীপ। প্রতিযোগিতার ন…

 




ক্যারাটে সফল হল পূর্ব মেদিনীপুর জেলার মেয়েরা



বিথী চক্রবর্তী, হলদিয়া ঃ কন্টিনেন্টাল শতোকান ক্যারাটে ডু ইন্ডিয়ার আয়োজনে তেলেঙ্গনার করিমনগর বি আর আম্বেদকর ইনডোর স্টেডিয়ামে অল ইন্ডিয়া ওপেন ক্যারেটে চ্যাম্পিয়নশীপ। প্রতিযোগিতার নাম চিফ মিনিস্টার কাপ  ২০২১। গত ১৯ থেকে ২১ শে নভেম্বর প্রতিযোগিতা হয়। পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে কয়েকজন প্রতিযোগিতায় সফল হয়েছেন বয়স ও ওজনের নিরিখে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা হয়। কুড়ি বছরের বিভাগে মঙ্গলদীপ জানা কাতায় দ্বিতীয় ও কুমিতে বিভাগে তৃতীয় হয়েছেন। মেয়েদের ১৮ বছরের বিভাগে ৫৫ কিলোগ্রাম বিভাগে কাতায় ইভেন্টের প্রথম হয়েছেন চন্দ্রিমা ভূঁইয়া। ১৭ বছরের বিভাগে সনাতন জানা কুমিরের বিভাগে প্রথম হয়। পৌলমী মান্ডী কাতাতে  দ্বিতীয় ও কুনিতে তৃতীয় হয়েছে। মেয়েদের ১৬ বছরে ৫৯ কিলোগ্রাম ওজনের বিভাগে লোপামুদ্রা কাতা ও কুমিতে প্রথম হয়েছে। ১৬ বছরে বিশ্বজিৎ প্রধান কাতায় তৃতীয় হয়েছে। ১৪ বছরের দেবাঞ্জন সুকুল কুমিতে ইভেন্টে প্রথম হয়েছে। ১২ বছরের বিভাগে কাতায় প্রথম ও কুমির বিভাগে তৃতীয় হয়েছে বিরবাহা মান্ডি। ৯ বছরের উমল মান্ডী কাঁতা ও কুমিতে তৃতীয় হয়েছে। মেয়েদের ছ বছর বিভাগে তৃতীয় হয়েছে অভীন্সা প্রামানিক।

No comments