যৌন স্বাস্থ্য নিয়ে আলোচনা এবং সে বিষয়ে আমাদের সমাজের মেয়েদেরকে অবহিত করার ক্ষেত্রে এখনো আমরা পিছিয়ে রয়েছি ।অথচ নির্দিষ্ট কিছু স্বাস্থ্যবিধি নিয়মিত সচেতনভাবে মেনে চললেই খাদ্য সূচক ও পুষ্টি সূচকে অনেক নিচে থাকা ভারত বর্ষ তার …
যৌন স্বাস্থ্য নিয়ে আলোচনা এবং সে বিষয়ে আমাদের সমাজের মেয়েদেরকে অবহিত করার ক্ষেত্রে এখনো আমরা পিছিয়ে রয়েছি ।অথচ নির্দিষ্ট কিছু স্বাস্থ্যবিধি নিয়মিত সচেতনভাবে মেনে চললেই খাদ্য সূচক ও পুষ্টি সূচকে অনেক নিচে থাকা ভারত বর্ষ তার অবস্থান বদলাতে পারতো।
জাতি নির্মাণের মূল দায়িত্ব ন্যস্ত থাকে মায়ের উপর, তাই কিশোরী বেলা থেকেই তাদের নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। এর প্রথম ও প্রধান পদক্ষেপ হলো ঋতুকালীন স্বাস্থ্য বিধি মেনে চলা। এই বিষয়ে গত দু'দশক ধরে সক্রিয় হয় সদর্থক পদক্ষেপ গ্রহণ করে আসছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার অগ্রণী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সর্বোদয় সংঘ। গত ১৯৯২ সাল থেকে কাঁথি মহাকুমার খেজুরি ১ এবং ২নম্বর ব্লক, এগরা ব্লক, রামনগর ব্লক ,কাঁথি এক দুই এবং তিন নম্বর ব্লক ,হলদিয়া মহাকুমার নন্দীগ্রাম 1 এবং 2 নম্বর ব্লক গুলিতে ওয়াটার ফর পিপল , গ্লোবাল অ্যালায়েন্স এর সহযোগিতায় ওয়াটার স্যানিটেশন ব্লক ও স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর পাশাপাশি কিশোরী মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার পাঠদান ,প্রাথমিক যৌনশিক্ষা ও যৌন স্বাস্থ্য রক্ষার বিষয়ে সচেতন করার নিরলস প্রয়াস করে আসছে এই সংস্থা ।কিন্তু ভারতবর্ষে ক্রমবর্ধমান জরায়ু ক্যান্সার এবং যোনি মুখ ক্যান্সার এর সংখ্যা বৃদ্ধি সকলকে একই সঙ্গে আশঙ্কিত এবং আতঙ্কিত করেছে। তাই ব্লক ও পঞ্চায়েত অফিসে নানা প্রয়োজনে যেসব মহিলারা নিয়মিত আসেন সেই সব গৃহলক্ষী দের ঋতুকালীন স্বাস্থ্য সুরক্ষায় ভারতবর্ষের অন্যতম সুপ্রতিষ্ঠিত ও মানবিক প্রতিষ্ঠান ইন্দোরামা পরশ এর আর্থিক আনুকূল্যে সর্বোদয় সংঘ এই সব স্থানে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও ইনসিনারেটর স্থাপনের ব্যবস্থা নিয়েছেন ।আজ আজ সকাল 11 টায় সুতাহাটা পঞ্চায়েত সমিতির ভবনে স্যানিটারী ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করে প্রকল্পের শুভ উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ডক্টর পার্থ প্রতিম দাস মহোদয়। মহিলাদের আর্থিক সামাজিক সুরক্ষায় রাস্ট্র চালিত ব্যবস্থা গুলির সঙ্গে সঙ্গে যৌন স্বাস্থ্য রক্ষা ও ক্যান্সার প্রতিরোধের গঠনমূলক স্বাস্থ্য সুরক্ষার এই কাজে সর্বতোভাবে সহযোগিতা করলেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জুমা বিবি।
বিজ্ঞাপন
এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক আসিফ আনসারি , ব্লক স্বাস্থ্য আধিকারিক ড লক্ষ্মীকান্ত প্রামানিক সহ পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষ আধিকারিক গণ।
বিজ্ঞাপন
উল্লেখযোগ্যভাবে যেসব পঞ্চায়েত অফিসে এই প্রকল্পটি রূপায়িত হবে সেখানকার পঞ্চায়েত প্রধান ও আধিকারিক বৃন্দ ও উপস্থিত ছিলেন যাদের মধ্যে বেশিরভাগ জন ই ছিলেন মহিলা ।সভায় উপস্থিত আশা দিদি দের কে একটি করে স্যানিটারি ন্যাপকিন কিট প্রদান করা হয় এবং এই ন্যাপকিন ভেন্ডিং মেশিন গুলি তদারকির দায়িত্ব অর্পণ করা হয়। ইন্দোরামার পক্ষে উপস্থিত সৌরভ ভট্টাচার্য এবং চন্দন কুমার পন্ডা ভবিষ্যতে সামাজিক দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন। সর্বোদয় সংঘের পক্ষে সম্পাদক সুব্রত মাইতি ভবিষ্যতে মহিলাদের ক্যানসার রোধে এই প্রকল্প আরো বিভিন্ন স্থানে রূপায়িত করবেন বলে আশ্বাস দেন এবং বহুজাতিক সংস্থা এবং সরকারি আধিকারিকদের সাহায্য প্রার্থনা করেন। পূর্স্বাব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ড পার্থপ্রতিম দাস মহোদয় রাজ্য সরকারের স্কুল পড়ুয়া মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় সম্পূর্ণা প্রকল্পের কথা উল্লেখ করেন এবং সরকারি ভাবে প্রস্তুত প্রতিটি পাবলিক টয়লেটে ,অফিস ও স্কুল গুলিতে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর ব্যাপারে তারা যে ইতিমধ্যে ই উদ্যোগী হয়েছেন সে বিষয়ে জানান।সমগ্র অনুষ্ঠানটি সুপরিচালনা করেন সমাজকর্মী অরিন্দম মাইতি।
No comments