Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নাবালিকা ধর্ষনের অভিযোগ

ধর্ষণ গত ইংরাজি ১১ ই নভেম্বর  তারিখ সকাল ১০ টায় মামার বাড়িতে থাকা ৯ ও ১০ বছরের দুই বোন টিউশান সেরে বাড়ি ফেরার পথে রামচক গ্রামের এক দুষ্কৃতী গোপাল মন্ডল ২৭ বছর( পিতা শম্ভু)  দুই বোনের একজন কে ১০ টাকা  আর একজনকে কুড়ি টাকার প্রল…

 



 


ধর্ষণ গত ইংরাজি ১১ ই নভেম্বর  তারিখ সকাল ১০ টায় মামার বাড়িতে থাকা ৯ ও ১০ বছরের দুই বোন টিউশান সেরে বাড়ি ফেরার পথে রামচক গ্রামের এক দুষ্কৃতী গোপাল মন্ডল ২৭ বছর( পিতা শম্ভু)  দুই বোনের একজন কে ১০ টাকা  আর একজনকে কুড়ি টাকার প্রলোভন দেখিয়ে রামচক দক্ষিণপাড়া জোড়াপুকুর ধারে ফাঁকা নির্জন জায়গায় নিয়ে যায় কু কর্ম করার জন্য। বুঝতে পেরে একটি মেয়ে নিজের সাইকেলে চেপে পালিয়ে যায়। এবং মামা বাড়িতে গিয়ে খবর দেয়। এই সময়ের মধ্যে আরেকটি মেয়েকে জোর করে ধর্ষণ করে। এই ঘটনায় সমগ্র খেজুরি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বারাতলা গ্রামের শুভাশীষ দাশ অভাবের তাড়নায় তার ৯ ও ১০ বছরের দুটি মেয়েকে তাদের মামার  বাড়ি রাম চকের বাবলু মুনিয়ানের কাছে  পড়াশোনার জন্য রেখেছিলেন। মামা  শুভাশিসের বাড়ি বারাতলা অঞ্চলের বারাতলা গ্রামে। পাশাপাশি দুটি গ্রাম। আজকে সকালে এই ঘটনা ঘটার পরে তার বাবা খেজুরি থানায় ডায়েরি করেন। অসুস্থ মেয়েটিকে জনকা হাসপাতালে ভর্তি করেন। পরে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে পুলিশের নেতৃত্বে মেডিকেল করানো হয়। এদিকে গোপাল মন্ডল পরপর তিনটি বিয়ে করে। কিন্তু তার অসভ্যতাও চারিত্রিক দোষ থাকার জন্য ৩ জন স্ত্রী তাকে ছেড়ে দিয়ে চলে গেছে । কেউ তার কাছে থাকেনা। এলাকায় বা গ্রামে এই নিয়ে ছেলেটির বদনাম আছে। বর্তমান শাসক দলের ছত্রছায়ায় থেকে ছেলেটি আরো বেপরোয়া হয়ে উঠেছে। যা ঘটনা ঘটেছে আজকে রামচক গ্রামের দক্ষিণপাড়া জোড়া পুকুর ধারে ।এই ঘটনায় খেজুরি মহিলা সমিতির নেত্রী সাগরিকা দোলাই, গৌরী জানা এবং জেলা নেত্রী সম্পাদিকা অপর্না দাস, রাজ্য নেত্রী রীতা দত্ত

 তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। পুলিশ প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানিয়েছেন। কিন্তু অপরাধী এলাকা ছেড়ে পলাতক। পুলিশ তাকে এখন গ্রেফতার করতে পরেনি বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে খেজুরি তে এই বছর  পরপর ৭ টি ধর্ষণের ঘটনা ঘটে। যে ঘটনাগুলোতে শাসকদলের প্রচ্ছন্ন মদত আছে বলে এলাকার মানুষের তীব্র ক্ষোভ রয়েছে । 

এমন ঘটনার পর ওই নাবালিকার বাড়িতে যায় স্থানীয় বিধায়ক শান্তনু প্রামাণিক। 

পুলিশ প্রশাসন এইসব ঘটনা যথাযথ গুরুত্ব আরোপ করছে না বলে অভিযোগ করে আসামিকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে, শিশুদের উপর এরকম জঘন্য ঘটনার নিন্দা  করেছেন খেজুরীর সি,পি,আই(এম )নেতা হিমাংশু দাস।

No comments