Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ষষ্ঠ বর্ষে সৃষ্টি ইনস্টিটিউট অফ আর্ট বাৎসরিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান

ষষ্ঠ বর্ষে সৃষ্টি ইনস্টিটিউট অফ আর্ট বাৎসরিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান
শিশু দিবসে রূপার সরস্বতী মূর্তি রাজ্য স্তরের  পুরস্কার  তুলে দিলেন সৃষ্টি ইনস্টিটিউট অফ আর্ট 
 পূর্ব মেদিনীপুর জেলার শিল্প-সংস্কৃতি ও শিক্ষানগর সৃষ্টি…

 






ষষ্ঠ বর্ষে সৃষ্টি ইনস্টিটিউট অফ আর্ট বাৎসরিক পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান

 


শিশু দিবসে রূপার সরস্বতী মূর্তি রাজ্য স্তরের  পুরস্কার  তুলে দিলেন সৃষ্টি ইনস্টিটিউট অফ আর্ট 


  

 পূর্ব মেদিনীপুর জেলার শিল্প-সংস্কৃতি ও শিক্ষানগর সৃষ্টি ইনস্টিটিউট অফ আর্ট (চকদ্বীপা) স্কুলের উদ্যোগে সকাল থেকে এলাকার শিল্পীদের সহযোগিতা নিয়ে এলাকার ছাএ ছাএী দের নিয়ে চিত্র কর্মশালা শুরু হয।


এবং বিশিষ্ট শিল্পীদের নিয়ে বিকাল পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান।প্রদিপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্ধোধন হয়। উদ্ধোধন সংগীতের মধ্য দিয়ে বিশেষ সাহিত্য শিল্প সমালোচনা,ও নিত্য এবং সঙ্গীত সব মিলেমিশে একাকার করে সৃষ্টি ইনস্টিটিউট অফ আর্ট স্কুলের ছাএ ছাএী।  ছাএ ও ছাএী দের হাতে লেখা বই প্রকাশ হয়।

শব্দ নগর, (দীপ চারী আকাশ).না ফেরার দেশে থেকে (আকাশ)  সমান্তরাল- দেবাশীষ দাস  এবং লুকুচি ছবির অ্যালবাম (অনিকেত )। প্রসঙ্গত,আহ্বায়ক দেবাশীষ দাস সংস্থার সভাপতি নিত্যানন্দ পাল সংস্থার সম্পাদক অর্নব বাগ এবং সংস্থার প্রিন্সিপাল অসিত কুমার মাইতির উদ্যোগে সারাদিন ধরে একাডেমী বাৎসরিক অনুষ্ঠান শুরু হয়।

বিশেষ অতিথি দের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত ছিলেন সমরেশ মিশ্র  ,সুবিমল বর - কালারফুল ড্রিম আর্ট একাডেমী (মান্দারমনি)।মনোজ মাইতি বিশিষ্ট শিল্পী, দীপিকা দাস প্রাপ্তন পার্ট টাইম শিক্ষিকা লক্ষ্যা হাই স্কুল, মৌমিতা মাইতি প্রিন্সিপাল অফ মৌমি আর্ট (ভগবান পুর) নন্দ দাস বিশিষ্ট শিল্পী,কুনাল ঘোড়াই( অনাদি),চন্দ্রকান্ত বর্মন , কবি ও ডাক্তার, কৃষ্ণকলি ভৌমিক বিষয়ী,বিশিষ্ট নৃত‍্যশিল্পী ও নৃত‍্যশিক্ষিকা ,মঞ্জীর ডান্স একাডেমী ।

উপস্থিত ছিলেন

 সম্পাদক হলদিয়া বন্দর পত্রিকা ও হলদিয়া নিউজ দূর্গা পদ মিশ্র, আজ সংস্থার এবং রাজ্য ও আন্তর্জাতিক স্তরে প্রায় তিন শত পুরস্কার তুলে দেওয়া হয় ছাত্র-ছাত্রীদের হাতে।


চন্দ্রিমা হাজরা ( পিতা-চঞ্চল হাজরা)রাজ্য ও আন্তর্জাতিক স্তরে একাধিক পুরস্কার পেয়েছেন। রাজ্য স্তরে রুপার সরস্বতীর মূর্তি পেয়েছেন।  আগামী বর্ষে ইন্ডিয়া আর্ট অলিম্পিয়াডে যাবার জন্য প্রস্তুত নিচ্ছে জানালেন সংস্থার  প্রিন্সিপাল অসিত কুমার মাইতি।  

বিজ্ঞাপন


আজআজ একাডেমী উদ্যোগে ৬ য় তম বার্ষিক অনুষ্ঠানে  চাচা নেহেরুর জন্মদিনে শিশু দিবসে পুরস্কার তুলে দেন। কোভিড বিধি মেনে

No comments