পূর্ব মেদিনীপুর জেলায় নতুন ভোটার হওয়ার জন্য ৫৬ হাজার আবেদন জমা পড়ল।ভোটার তালিকা সংশোধন কর্মসূচি চলাকালীন পূর্ব মেদিনীপুর জেলায় নতুন ভোটার হওয়ার জন্য ৫৬ হাজার আবেদন জমা পড়ল। গত ১ নভেম্বর থেকে ভোটার তালিকা সংশোধন কর্মসূচি-২০২২শুরু …
পূর্ব মেদিনীপুর জেলায় নতুন ভোটার হওয়ার জন্য ৫৬ হাজার আবেদন জমা পড়ল।
ভোটার তালিকা সংশোধন কর্মসূচি চলাকালীন পূর্ব মেদিনীপুর জেলায় নতুন ভোটার হওয়ার জন্য ৫৬ হাজার আবেদন জমা পড়ল। গত ১ নভেম্বর থেকে ভোটার তালিকা সংশোধন কর্মসূচি-২০২২শুরু হয়েছে। আগামী ১ জানুয়ারি যাঁদের বয়স ১৮ পূর্ণ হবে, তাঁরা ৬ নম্বর ফর্মপূরণ করে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করছেন। ১ নভেম্বর থেকে সেই কর্মসূচি শুরু হয়েছে। চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। জেলার ৪ হাজার ৩৫৮টি বুথে বিএলও(বুথ লেভেল অফিসার) বসছেন। প্রতি শনি ও রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এবং অন্যান্য দিন বেলা ১২টা থেকে ২টো পর্যন্ত বিএলওরা বুথে বসে আবেদন সংগ্রহ করছেন। জেলা নির্বাচনী অফিস সূত্রে জানা গিয়েছে, নতুন ভোটারের জন্য ৫৬ হাজার আবেদন, বাতিলের জন্য ৯ হাজার ২০০ আবেদন, এপিক সংশোধনের জন্য ৩২ হাজার ৫০০ আবেদন জমা পড়েছে। ১৯৫০ টোল ফ্রি নম্বরে ফোন করে ভোট সংক্রান্ত যে কোনও বিষয় জানা যাবে।
No comments