Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এবার বেতন, বোনাস না পাওয়ায় কাজ বন্ধ করে বিক্ষোভ শ্রমিকদের

সামনেই বাঙালির শ্রেষ্ঠ  উৎসব দুর্গোৎসব। সেই উৎসবের আগে পুজোর বোনাস,  বেতন না পাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে হলদিয়ার একটি ভজ্যতেল উৎপাদনকারি সংস্থা ( ইমামি) শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার গেটের সামনে বিক্ষোভে সামিল হয়েছে। তাদের দা…

 


 সামনেই বাঙালির শ্রেষ্ঠ  উৎসব দুর্গোৎসব। সেই উৎসবের আগে পুজোর বোনাস,  বেতন না পাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে হলদিয়ার একটি ভজ্যতেল উৎপাদনকারি সংস্থা ( ইমামি) শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার গেটের সামনে বিক্ষোভে সামিল হয়েছে। তাদের দাবি একদিকে করোনার কারনে সরকার লকডাউন ঘোষনা করায় আমরা ভীষন সমস্যায় পড়েছিলাম। লকডাউনের সময় অন্যান্য কারখানায় শ্রমিকদের বেতন দেওয়া হলেও এই সংস্থা বেতন দেয়নি। পাশাপাশি পুজোর বোনাস ও বেতন দিচ্ছে না। ম্যানেজমেন্টকে জানানো সত্ত্বেও  শ্রমিকদের কথা না ভাবায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। অবিলম্বে কারখানা কর্তৃপক্ষ  শ্রমিকদের দাবি পুরন করুক। না হলে কাজ বন্ধ করে এই ধরনের বিক্ষোভ চলতে থাকবে। এদিন প্রায় ৭০০/৮০০ শ্রমিক বিক্ষোভে সামিল হয়। 


No comments