Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদলের পালধি পরিবারের আড়াইশো বছরের দুর্গা মন্দিরে মায়ের সামনে পরিবারের কচিকাঁচা থেকে শুরু করে প্রবীণরাও শুভ মহালয়ার দিনে আনন্দে মেতে উঠেছে

প্রায় আড়াইশো বছরের পালধি পরিবারের দুর্গাপুজো। বার উত্তর হিংলী গ্রামের পালধি পরিবার থেকে পূজার সূচনা হয়েছিল। বলে জানিয়েছেন সুব্রত কুমার পালধি ( ৭৫ ) অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী। তিনি  "স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া " র মহি…

 



 প্রায় আড়াইশো বছরের পালধি পরিবারের দুর্গাপুজো। বার উত্তর হিংলী গ্রামের পালধি পরিবার থেকে পূজার সূচনা হয়েছিল। বলে জানিয়েছেন সুব্রত কুমার পালধি ( ৭৫ ) অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী। তিনি  "স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া " র মহিষাদল শাখায় চাকরি করতেন।বর্তমানে তিনি মহিষাদলগড় কমলপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। সুব্রত পালধির দাদুর চার ভাই। বাবার অংশের দুর্গাপুজোর আয়োজন এবছর তিনি নিজেই করছেন। পালধি পরিবারের বাড়ির সামনে বড় ধরণের একটি দুর্গাপুজোর মন্দির রয়েছে। আর সেই মন্দিরের সামনে সকাল থেকে শুভ মহালয়ার দিন নানান ধরনের ঘরোয়াভাবে অনুষ্ঠান চলছে। আজকে শুভ মহালয়ার দিনে দুর্গা মায়ের চক্ষুদান করা  হলো । মায়ের মূর্তিতে জন্মাষ্টমী তিথিতে মাটি দেওয়া হয়েছিল। প্রতিদিন অন্নভোগ মায়ের সামনে দেওয়া হয় বলে জানান সুব্রত বাবু । পালধি পরিবারের আড়াইশো বছরের দুর্গা পুজোর সেই ঐতিহ্যকে এখনো পর্যন্ত  ধরে রেখেছেন।

No comments