Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির ৬ ষ্ঠ সম্মেলন

৬ ষ্ঠ সম্মেলন পশ্চিমবঙ্গ ল ক্লার্কস  অ্যাসোসিয়েশন  পূর্ব মেদিনীপুর জেলা কমিটিরপশ্চিমবঙ্গ ল ক্লার্কস  অ্যাসোসিয়েশন  পূর্ব মেদিনীপুর জেলা কমিটির ৬ ষ্ঠ সম্মেলন হলদিয়া আদালত প্রাঙ্গণে ৺বীরেন্দ্রনাথ দাস, ৺বিশ্বেশ্বর ভূঞ্যা মঞ্চ, এব…

 




৬ ষ্ঠ সম্মেলন পশ্চিমবঙ্গ ল ক্লার্কস  অ্যাসোসিয়েশন  পূর্ব মেদিনীপুর জেলা কমিটির

পশ্চিমবঙ্গ ল ক্লার্কস  অ্যাসোসিয়েশন  পূর্ব মেদিনীপুর জেলা কমিটির ৬ ষ্ঠ সম্মেলন হলদিয়া আদালত প্রাঙ্গণে ৺বীরেন্দ্রনাথ দাস, ৺বিশ্বেশ্বর ভূঞ্যা মঞ্চ, এবং ৺জ্যোতির্ময় বাগ, ৺উত্তম ভৌমিক ও ৺রোহিনী জানা নগরে সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের  লেখা( স্বাধীকার,ন্যায় এবং সাম্য) খচিত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শহীদ বেদীতে মাল্যদান এর পর আনুষ্ঠানিক ভাবে সম্মেলন এর কাজ শুরু হয়। হলদিয়া আদালত  এর সামনেই পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন তাদের সংগঠনের বিভিন্ন দাবি-দাওয়া বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য তারা ষষ্ঠ সম্মেলনে মিলিত হলেন। সারা জেলা জুড়ে  প্রতিনিধিত্ব করেন ১৫০  জন। সম্মিলনের সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন চণ্ডীচরণ দাস। সম্পাদকীয় প্রতিবেদন এর উপর আলোচনা করেন চারজন।সংগঠনের সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত লক্ষণ চন্দ্র মন্ডল জানান  এই সময় পূর্ব মেদিনীপুর জেলার ভয়ানক বন্যা সেখানে বিভিন্ন এলাকা থেকে প্রতিনিধিদের আস্তে অনেক অসুবিধার সম্মুখীন হয়েছে, অনেকে আসতেও পারে নি তা সত্ত্বেও সংগঠনের নিয়ম মেনেই সকালে হলদিয়া মহাকুমার আদালতে সংগঠনের সম্মেলন উপস্থিত হয়েছেন। সম্মেলন শুরু হয় পতাকা উত্তোলন ও  সাথী শহীদ দের স্মৃতির উদ্দেশ্যে মাল্যদান এর মধ্য দিয়ে। আজকের সম্মেলনে উপস্থিত  সকল প্রতিনিধিদের অভিনন্দন জানান রাজ্য ও জেলা কমিটির নেতৃত্ব বর্গ।  আজকের এই সম্মেলন৩১ জনের কমিটি গঠিত হয়। পুনরায় সম্পাদক নির্বাচিত হলেন চণ্ডীচরণ দাস, সভাপতি নির্বাচিত হলেন নারায়ণ চন্দ্র মন্ডল, কোষাধ্যক্ষ নির্বাচিত হলেন শীতল চন্দ্র পাহাড়ী। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য শেখর রায় , দিলীপ মহিশাল, সম্মেলনে অতিথিবর্গ ছিলেন স্বপন অধিকারী হলদিয়া বার অ্যাসোসিয়েশন  হলদিয়া ইউনিটের (সভাপতি) বিমল কুমার মাঝি হলদিয়া বার অ্যাসোসিয়েশন (সম্পাদক), সুজিত কুমার পন্ডা, সন্দীপ গজেন্দ্র মহাপাত্র, পৃথ্বিশ দে প্রমুখ। রাজ্য কমিটির সদস্য শেখর রায় বললেন আমাদের প্রায় ১৫ দফা দাবি নিয়ে আজকের এই সম্মেলন মঞ্চে আলোচনা হবে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত আদালত ও ভূমি ভূমি রাজস্ব দপ্তরে কর্মরত ল ক্লার্কস দের বসার জায়গা সহ সেরেস্তা নির্মান সরকারি খরচে করতে হবে, পানীয় জল শৌচাগার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে, বিচার প্রার্থীদের বসিবার  জায়গাও গৃহ নির্মাণ করতে হবে। হলদিয়া আদালতে স্ট্যাম্প ভেন্ডার নিয়োগ করতে হবে। স্ট্যাম্প ও কোট ফি সরবরাহ পর্যাপ্ত পরিমাণ যোগান দিতে হবে। ল ক্লার্কসদের   স্বল্প সঞ্চয় প্রকল্প চালু করতে হবে, পুলিশ কপিসহ মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে। ল ক্লার্কস দের ও ওয়েলফেয়ার   প্রকল্প আইনজীবীদের অনুরূপ বিচার বিভাগকে চালু করতে হবে, আদালতসমূহে বাংলা ভাষায় কাজ চালু করতে হবে, প্রতিটি আদালত চত্বর নিয়মিত পরিষ্কার রাখতে হবে,  দরিদ্র বিচার প্রার্থীদের জন্য লিগ্যাল এড্ প্রকল্পে ল ক্লার্কস দের কাজ করার সুযোগ দিতে হবে, মামলা দ্রুত নিষ্পত্তির স্বার্থে প্রয়োজনীয় আইন সংশোধন ও অন্যান্য প্রশাসনিক অসুবিধা দূর করতে হবে, ল ক্লার্ক, দলিল লেখকদের সরাসরি দলিল লেখার অধিকার দিতে হবে, জেলা জজ আদালত নতুন ভবন 2022 সালের মধ্যে চালু করতে হবে ,জেলা আদালত নতুন ভবন সংলগ্ন ল ক্লার্কদে বসার জায়গা সেড বা  সেরেস্তা নির্দিষ্টকরণ করতে হবে।




No comments