Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদল মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় -- এ " বিশেষ বক্তৃতা মালা " উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সুব্রত কুমার দে

2 অক্টোবর 2021 শনিবার , জাতির জনক রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীজীর 152 তম জন্মদিনে পূর্ব মেদিনীপুর জেলার  ( মহিষাদল) মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় -- এ " বিশেষ বক্তৃতা মালা  " অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপা…

 



 2 অক্টোবর 2021 শনিবার , জাতির জনক রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীজীর 152 তম জন্মদিনে পূর্ব মেদিনীপুর জেলার  ( মহিষাদল) মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় -- এ " বিশেষ বক্তৃতা মালা  " অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সুব্রত কুমার দে। এদিন এই বক্তৃতা মালার প্রথম বক্তৃতা দিলেন অধ্যাপক রঞ্জন চক্রবর্তী , ইতিহাস বিভাগ যাদবপুর বিশ্ববিদ্যালয়। যিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়--এর  প্রাক্তন উপাচার্য । এই অনুষ্ঠানটি অনলাইনে অনুষ্ঠিত হয়। বলে জানিয়েছেন মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সুব্রত কুমার দে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক মন্ডলী এবং মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের ( Post --Graduate ) স্নাতকোত্তর থার্ড সেমিস্টার এর ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে  অধ্যাপক রঞ্জন চক্রবর্তী কে বিশেষভাবে সম্বর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক শ্রুতি নাথ চক্রবর্তী , যিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সমীর পাত্র-- যিনি ইতিহাস বিভাগের সাম্মানিক প্রধান,  ডক্টর আশিস কুমার দে--  ইংরেজি বিভাগের সাম্মানিক প্রধান, ডক্টর জয়ন্ত কুমার দে-- গণিত বিভাগের সাম্মানিক প্রধান এবং অধ্যাপক অমিতাভ মিস্ত্রি প্রমূখ।

No comments