Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রক্তদান শিবিরে রক্তদাতাদের কে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস এবং সমবায় পরিদর্শক সৌম্য জানা

রক্তের সংকট মেটাতে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান জননেতা স্বাধীনতা সংগ্রামী অহিংস আন্দোলনের পথিকৃৎ ভারত মায়ের বীর সন্তান জাতির জনক রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীজীর 153 তম জন্মদিনে স্বেচ…

 







 রক্তের সংকট মেটাতে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান জননেতা স্বাধীনতা সংগ্রামী অহিংস আন্দোলনের পথিকৃৎ ভারত মায়ের বীর সন্তান জাতির জনক রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীজীর 153 তম জন্মদিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল মহিষাদল তালুক গোপালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের কর্তৃপক্ষ গণ । রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত হন মহিষাদল বিধানসভার জনপ্রিয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী এবং  মহিষাদল পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলি দাস এবং মহিষাদল ব্লকের সমবায় পরিদর্শক সৌম্য জানা ও সতীশ সামন্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুমার মাঝি। জাতির জনক  মহাত্মা গান্ধী জি র মূর্তিতে মাল্যদান এবং জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক তিলক কুমার চক্রবর্তী এবং সমবায় সমিতির পতাকা উত্তোলন করেন মহিষাদল ব্লক এর সমবায় পরিদর্শক সৌম্য জানা। সমবায় সমিতির রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। গান্ধীজীর জন্ম দিনে 75 জন স্বেচ্ছায় রক্ত দান করেন। এর মধ্যে 40 জন মহিলারা মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর জন্য তারা তাদের রক্ত দান করেন। বলে জানিয়েছেন সতীশ সামন্ত গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং সমবায় সমিতির সদস্য চন্দন গোস্বামী ।

No comments