Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্লাড ডোনার হোয়াটস অ্যাপ গ্রুপের পক্ষ থেকে বানভাসী পরিবারের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়

ব্লাড ডোনার হোয়াটস অ্যাপ গ্রুপের পক্ষ থেকে রবিবার ভগবানপুরের জগমোহনপুরে ৩৫ জন বানভাসী পরিবারের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়। ব্লাড ডোনার হোয়াটস অ্যাপ গ্রুপের পক্ষ থেকে রক্তদানের পাশাপাশি মানবিক কর্মকাণ্ড চলছে। ২০২০ সালে প্যাণ্ডম…

 


ব্লাড ডোনার হোয়াটস অ্যাপ গ্রুপের পক্ষ থেকে রবিবার ভগবানপুরের জগমোহনপুরে ৩৫ জন বানভাসী পরিবারের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়। ব্লাড ডোনার হোয়াটস অ্যাপ গ্রুপের পক্ষ থেকে রক্তদানের পাশাপাশি মানবিক কর্মকাণ্ড চলছে। ২০২০ সালে প্যাণ্ডমিক পরিস্থিতির মধ্যে হাওড়ার শাশ্বত পাড়ুই এর উদ্যোগে রক্তযোদ্ধাদের নিয়ে ব্লাড ডোনার হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরি হয়। রক্তের সংকট দূর করতে সংগঠনটির রক্তদাতাদের মিলিত প্রচেষ্টায় বহু মানুষের জীবন রক্ষা হয়েছে।উৎসবের সময়ে বানভাসী মানুষ।ব্লাড ডোনার হোয়াটস অ্যাপ গ্রুপের সদস্যরা বানভাসী যে মানুষের মাথার ছাদটুকু নেই তাদের কষ্ট ভাগ করে নিতে যেমন সচেষ্ট, তেমনি  গরিব-গুর্বোদের জন্য শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন। সংগঠনের সম্পাদক শাশ্বত পাড়ুই বলেছেন, সাধ থাকলেও সাধ্যের সীমাবদ্ধতা। তাই চাই বন্ধুদের সহযোগিতা।  মানবিক বন্ধুদের সহযোগিতা নিয়ে ব্লাড ডোনার হোয়াটস অ্যাপ গ্রুপের পক্ষ থেকে ভগবানপুরের জগমোহনপুর, চণ্ডীপুর, পটাশপুরের ৩৫ জন বাসিন্দার হাতে ত্রিপল তুলে দেওয়া হয়। আমতার শেহাগড়ি, ভাতেঘড়ি এলাকার মানুষের হাতে শুকনো খাবার দেওয়া হয়। সরকারের পক্ষে যা করা সম্ভব, আমরা তার সিকিভাগও করতে পারবো না। তবুও তো প্রচেষ্টা নেওয়া যাতে কিছু মানুষের মুখে অন্তত হাসি ফুটতে পারে।"রবিবার ভগবানপুরে গরিব গুর্বোদের  ত্রিপল তুলে দেন রক্তদাতাদের সংগঠনের সম্পাদক শাশ্বত পাড়ুই, সংগঠক শতাব্দী বেরা, হাবিব খান প্রমুখ।



No comments