এবারেও উৎসবের মুখ ম্লান। গত বছর করোনা জ্বরে কাবু ছিল শরৎ, এবছর শরৎ আগা গোড়াই বৃষ্টি ভেজা। বন্যায় প্রায় সর্বশান্ত কৃষি প্রধান আমাদের এই জেলা। এই দারুন দুঃসময়ের মাঝেই এসেছে উৎসব।
যদিও দুঃসময় বলে উৎসবকে আমরা দুরে ঠেলে দিতে পারিনা। আ…
এবারেও উৎসবের মুখ ম্লান। গত বছর করোনা জ্বরে কাবু ছিল শরৎ, এবছর শরৎ আগা গোড়াই বৃষ্টি ভেজা। বন্যায় প্রায় সর্বশান্ত কৃষি প্রধান আমাদের এই জেলা। এই দারুন দুঃসময়ের মাঝেই এসেছে উৎসব।
যদিও দুঃসময় বলে উৎসবকে আমরা দুরে ঠেলে দিতে পারিনা। আমরা বাঙালি, যে বাঙালি নিয়ে বাঙালির কবি গর্ব করে বলেছেন, 'মন্বন্তরে মরিনা আমরা, মারি নিয়ে ঘর করি।' সেই উৎসবে আমাদের তাই খুবই সামান্য উদ্যোগ এই আলোর বেনু। জেলা জুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা কিছু কচিকাঁচার কাছে সেই উৎসবের উপলব্ধি পৌঁছে দিতে এই ছোট্ট উদ্যোগ। ছোট তবুও আমাদের অহংকার এটাই যে এই উদ্যোগের পাশে এসে দাঁড়িয়েছেন স্বয়ং পূর্ব মেদিনীপুর জেলা শাসক সম্মানীয় পূর্ণেন্দু মাজি, আইএএস। হলদিয়ার সিআইএসএফ ইউনিট, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সহ বেশ কিছু প্রতিষ্ঠান। তাঁদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা রইল।
No comments