Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদলের ঐতিহাসিক রাজবাড়ির দুর্গা প্রতিমা পুজা

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের ঐতিহাসিক রাজবাড়ির দুর্গা প্রতিমার ছবি। দুর্গা মায়ের সামনে কলা বৌকে কি সুন্দর ভাবে নতুন শাড়ি পরিয়ে সাজিয়েছেন ব্রাহ্মণ মশাই । আরেকদিকে রাজপরিবারের সবাইয়ের মন খারাপ । তার সাথে সাথে মহিষাদল  বাস…

 





 পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের ঐতিহাসিক রাজবাড়ির দুর্গা প্রতিমার ছবি। দুর্গা মায়ের সামনে কলা বৌকে কি সুন্দর ভাবে নতুন শাড়ি পরিয়ে সাজিয়েছেন ব্রাহ্মণ মশাই । আরেকদিকে রাজপরিবারের সবাইয়ের মন খারাপ । তার সাথে সাথে মহিষাদল  বাসীদের দুঃখের সীমা নেই।    ইতিহাসের পাতা থেকে মুছে যেতে চলেছে রাজবাড়ীর কাহিনী নতুন প্রজন্মের কাছে । নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দেখতে পেল না ঐতিহাসিক রাজপরিবারের রাসমঞ্চটিকে । কিছুদিন আগে ভেঙে পড়েছে পুরানো দিনের রাজপরিবারের সেই" রাজ প্যালেস সিংহদুয়ার বিল্ডিংটির " কিছুটা অংশ । কালের গর্ভে তলিয়ে গিয়েছে জমিদারি । জৌলুস হারানো রাজবাড়ীরপুজো দুর্গাপুজো  । কিন্তু মাতৃ আরাধনার রীতিতে আজও ছেদ পড়েনি মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজোতে । পরিস্থিতি কঠিন হলে ওপ্রতিমা গড়ে ,জাঁকজমক না হলেও পুজো করে মাতৃ আরাধনার কৌলিন্যবজায় রেখেছে এই  পরিবারের সদস্যরা। সেই ঐতিহ্য বজায় রাখতে বদ্ধপরিকর রাজপরিবারের বর্তমান প্রজন্মও । বলে জানিয়েছেন রাজপরিবারের যুবরাজ সৌয প্রসাদ গর্গ। করোনার জন্য এবারও পরিস্থিতি জটিল। আলোর ৱোশনাইয়ে -- এর কোন গল্প নেই । নিয়ম নিষ্ঠা মেনেই রাজপরিবারের পুজো হচ্ছে।




No comments