Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৫৪ তম বর্ষের ইয়ং স্টার ক্লাবের মহাসপ্তমীতে প্রদীপ সম্বর্ধনা

কাঁথি শহরের ইয়ং স্টার ক্লাবের ৫৪ তম বর্ষের দুর্গাপূজার মহাসপ্তমীতে প্রদীপ প্রজ্বলন, বস্ত্র বিতরণ ও গুণীজন সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরি,প্রাক্তন সহকারী সভাধিপতি মা…

 







কাঁথি শহরের ইয়ং স্টার ক্লাবের ৫৪ তম বর্ষের দুর্গাপূজার মহাসপ্তমীতে প্রদীপ প্রজ্বলন, বস্ত্র বিতরণ ও গুণীজন সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরি,প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, জেলা যুব নেতা সুপ্রকাশ গিরি, কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী র চেয়ারপারসন হরিসাধন দাস অধিকারী,  কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সহঃ সভাপতি বিকাশ বেজ, প্রশাসকমন্ডলী র সদস্য রত্নদীপ মান্না, ডাঃ গৌতম কুমার ঘোষ,অাইনজীবি সুব্রত দাস প্রমুখ । ইয়ং স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা  কর্মকর্তা রমেন সিংহ, দীপক সরকার,স্বপন মাইতি,স্বপন পন্ডা,অসিত ভূঞ্যা প্রমুখকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।শতাধিক মানুষজনকে পুজার সময় নতুন শাড়ি, ধুতি ও অন্যান্য বস্ত্রসামগ্রী উপহার হিসাবে প্রদান করা হয়। জেলা যুব নেতা সুপ্রকাশ গিরি ইয়ং স্টার ক্লাবের কোভিড বিধি মেনে শারদীয়া উৎসব পালনে ব্রতী হওয়ার জন্য ধন্যবাদ জানান। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুূদ হোসেন কাঁথি ইয়ং স্টার ক্লাবের অর্ধ শতাব্দীর বেশী সময় ধরে জনকল্যাণমুখী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরি দুর্গাপুজাকে জাতীয়  উৎসব হিসাবে অভিহিত করে বলেন জাতি-ধর্মের উর্ধ্বে দুর্গাপুজো শারদীয়া উৎসবের রূপ পেয়েছে। মৎস্য মন্ত্রী অখিল সমস্ত দর্শনার্থীদের কোভিড বিধি মেনে চলার অাবেদন জানান।

No comments