Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিল্প শহরে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে! শ্রমিক সংগঠনের অফিস ভাঙচুর , দানা বাঁধছে রহস্য,কটাক্ষ তৃণমূল-বিজেপি ভূত দেখছে- প্রদীপ

উৎসব মরশুমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। শিল্প শহর হলদিয়া বিধানসভা  শাসকদল তৃণমূল বিধানসভা ভোটে হাতছাড়া হয়। বিজ্ঞাপন

হলদিয়া বিধানসভা জিতে বিজেপি নেতা বিজেপির বিধায়িকা  তাপসী মন্ডল। শিল্প শহরের কারখানার গেটেগুলিতে শ্রমিক …

 



 

উৎসব মরশুমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। শিল্প শহর হলদিয়া বিধানসভা  শাসকদল তৃণমূল বিধানসভা ভোটে হাতছাড়া হয়। 

বিজ্ঞাপন



হলদিয়া বিধানসভা জিতে বিজেপি নেতা বিজেপির বিধায়িকা  তাপসী মন্ডল। শিল্প শহরের কারখানার গেটেগুলিতে শ্রমিক সংগঠনের মজবুত ভিত তৈরি করার উদ্যোগ নিয়েছে  তৃণমূল কংগ্রেস শাসক দল। আইএনটিটিইউসি ব্যানারে শ্রমিক সংগঠন তৃণমূল কংগ্রেসের কারখানার গেটে অফিস রয়েছে। সেই শ্রমিক সংগঠনের অফিস  ভাঙচুর হলো লক্ষ্মী পুজোর দিন রাত্রে। ঘটনাটি ঘটেছে হলদিয়া সিটি সেন্টারে কাছে ভোজ্যতেল প্রস্তুতকারী ইমামি কারখানার সামনে। যদিও তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের দাবী বিজেপির দুষ্কৃতীরা রাত্রে এমন ঘটনা ঘটিয়েছে ।

বিজ্ঞাপন



 ইমামি কারখানার শ্রমিকরা দীর্ঘ কয়েক দিন ধরে তাদের দাবি দাবা নিয়ে আন্দোলন এবং অবরোধ বিক্ষোভ চালায়। শ্রমিকরা যে শাসকদলের সংগঠনের প্রতি আস্থা রাখে নি এটা স্পষ্ট বোঝা যায়। 

বিজ্ঞাপন



দলের কর্মীরা রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছবিকে সযতনে রাখলেন কিন্তু জেলা প্রাক্তন সভাপতি বর্তমান মন্ত্রী সৌমেন মহাপাত্র  ছবিটা ছিঁড়ে ফেলেছে তাহলে কি জেলার শ্রমিক নেতৃত্বকে মানতে পারছে না? প্যারালাল কোন দলের নেতৃত্বকে বোঝাতে চাইছে। তৃণমূলের শ্রমিক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সভাপতি  তাপস মাইতি বলেন, ইমামি কারখানার শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া রয়েছে সেই বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে দ্রুত সমস্যা মিটে যাবে। তবে বেশ কিছু শ্রমিক এই বিশৃঙ্খলা তৈরীর জন্য দায়ী রয়েছে। কয়েকজন ( অনুগামী) শ্রমিকরা বিজেপির মধ্যে মদ্দৎপুষ্ট হয়ে এইসব কাজ করছে।

বিজ্ঞাপন



 বিজেপির শ্রমিক সংগঠনের রাজ্য সহ-সভাপতি  প্রদীপ বিজলী বললেন তৃণমূল এখন বিজেপি ভূত দেখছে? তাই দিনদুপুরে ও পাগলেরমতো বকছে। নিজেদের দলের কর্মীদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। সেটা  ঢাকতেই বিরোধীদলের শ্রমিক সংগঠনের নাম  প্রচার করছে । 

বিজ্ঞাপন



সেখানে অন্যান্য শ্রমিকরাই গত নির্বাচনে যেমন বিজেপিকে সমর্থন করেছে আগামী দিনেও করবে তারা সঠিকটাই দেখছে প্রকাশ্যে ।

No comments