Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া থেকে ছেড়ে আসা মেচেদাগামী রুটের বাসগুলি মহিষাদল সিনেমা মোড়ের কোন যাত্রী প্রতীক্ষালয় ছাড়াই দাঁড়াচ্ছে

মহিষাদল সিনেমা মোড় বা মহিষাদল গেঁওখালি মোড়ে কোন যাত্রী বিশ্রামাগার নেই। দীর্ঘদিনের দূর -- দূরান্ত থেকে আসা বাস যাত্রীদের অভিযোগ। হলদিয়া -- মেচেদা রাজ্য সরকারের  এই বাস রাস্তা দিয়ে প্রায় ২৪ ঘন্টা বাস চলাচল করে । অনেক দূরপাল্…

 




 মহিষাদল সিনেমা মোড় বা মহিষাদল গেঁওখালি মোড়ে কোন যাত্রী বিশ্রামাগার নেই। দীর্ঘদিনের দূর -- দূরান্ত থেকে আসা বাস যাত্রীদের অভিযোগ। হলদিয়া -- মেচেদা রাজ্য সরকারের  এই বাস রাস্তা দিয়ে প্রায় ২৪ ঘন্টা বাস চলাচল করে । অনেক দূরপাল্লার বাস এই রাস্তা দিয়ে যাতায়াত করে । বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, তারকেশ্বর ,বর্ধমান, মেদিনীপুর ,ঝাড়গ্রাম, গরবেতা, দীঘা, করুণাময়ী সল্টলেক , দুর্গাপুর, হাওড়া, শ্যামবাজার , তারাপীঠ, বীরভূম, কলকাতা বাস গুলি শীত, গ্রীষ্ম, বর্ষা কালে অর্থাৎ সব ঋতুতেই এই রাস্তা দিয়ে বাস যাত্রীদেরকে নিয়ে যাতায়াত করে । কিন্তু দুঃখের বিষয় কোন যাত্রী বিশ্রামাগার নেই । হলদিয়া টাউনশিপ বাস স্ট্যান্ড থেকে যখন রাত্রিতে দূরপাল্লার মেচেদাগামীবাস গুলি ছেড়ে  চৈতন্যপুর হয়ে মহিষাদলের  সিনেমা মোড়ে আসছে ।  তখন ওই বাস গুলির যাত্রীরা-- যারা দূর-দূরান্তে চাকুরী করেন,  ব্যবসায়ীরা ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা বাস রাস্তার উপর দাঁড়িয়ে থাকে বাস ধরার জন্য । এককথায় সবাইকে রোডের উপর দাঁড়িয়ে থাকতে হয়। বসার মত কোন বিশ্রামাগার নেই। প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাতের  মধ্যেও রোডের উপরে দাঁড়িয়ে থাকতে হয় দূরপাল্লার বাস ধরার জন্য। মহিষাদলের একতারপুর গ্রামের বাসিন্দা বাপি মান্না বলেন --তিনি প্রায়ই তার ব্যবসার সূত্রে কলকাতা ও  সটলেক যান। বাড়ি থেকেরাত্রিতে উঠে আসতে হয় দূরপাল্লার বাস ধরার জন্য। অমৃত বেড়িয়া গ্রামের বাসিন্দা বর্ধমান মেডিকেল কলেজেৱ স্বাস্থ্যকর্মী নাম বলতে অনিচ্ছুক । উনাদের  অভিযোগ দাঁড়ানোর মতো কোনো বিশ্রামাগার নেই । রোডের উপরে দাঁড়িয়ে বাস ধরার জন্য অপেক্ষা করতে হয়। দূর -- দূরান্ত থেকে আসা যাত্রীবাহী গাড়ির  চালক ও বাসকর্মীদের অভিযোগ-- শৌচাগার ,পানীয় জলের ব্যবস্থা ও বিশ্রামাগার কিছুই নেই । মহাত্মা গান্ধী ইনভারসিটি ,মহিষাদল রাজ কলেজ, মহিষাদল গয়েশ্বর গালস হাই স্কুল ,মহিষাদল গার্লস কলেজ ও মহিষাদল রাজ হাই স্কুল -- এর ছাত্র-ছাত্রীদের কে স্কুল ছুটির পর  রোদ-- বৃষ্টি মাথায় নিয়েই রোডের উপর দাঁড়িয়ে বাস ধরার জন্যঅপেক্ষা করতে হয়। সমস্ত বাস যাত্রীরাই স্থানীয় বিধায়ক -- এর দৃষ্টি আকর্ষণ করছেন । যাহাতে খুব শীঘ্রই একটি বিশ্রামাগার নির্মিত হয়।

No comments