Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শারদোৎসবে মৌলবাদীদের তান্ডবের তীব্র নিন্দা করার পাশাপাশি দুনিয়াজুড়ে সমস্ত মৌলবাদী কার্যকলাপের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার অাহ্বান জানান মামুদ হোসেন

অাজ কাঁথি ও এগরা মহকুমা তথা পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্র বিশ্বনবী হজরত মুহাম্মদ(সা.)এর জন্ম ও মৃত্যু দিবস পালন উপলক্ষে ঈদ-এ মিলাদুন-নবী অায়োজিত হয়। সৌভ্রাতৃত্ব,বিশ্বশান্তি, ন্যায় ও মানবকল্যাণের পথপ্রদর্শক মহানবী হজরত মুহাম্মদ(সা…

 




অাজ কাঁথি ও এগরা মহকুমা তথা পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্র বিশ্বনবী হজরত মুহাম্মদ(সা.)এর জন্ম ও মৃত্যু দিবস পালন উপলক্ষে ঈদ-এ মিলাদুন-নবী অায়োজিত হয়। সৌভ্রাতৃত্ব,বিশ্বশান্তি, ন্যায় ও মানবকল্যাণের পথপ্রদর্শক মহানবী হজরত মুহাম্মদ(সা.) এর জীবনাদর্শ নিয়ে বিভিন্ন জায়গায় অালোচনা সভা ও মিলাদ অায়োজিত হয়। অতিবর্ষণ ও কোভিড পরিস্থিতিতে ঈদ-এ-মিলাদ-উন নবী উপলক্ষে শোভাযাত্রা নিয়ন্ত্রিত  হয়।কাঁথি মুসলিম শরাহ্ কমিটির সভাপতি অাবদুর রহমান মণি সর্বস্তরের জনসাধারণ কে শুভেচ্ছা জ্ঞাপন করেন। রাজ্য সরকারের মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অখিল গিরি,বিধায়ক তরুণ মাইতি, বিধায়ক উত্তম বারিক,  প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী র সদস্য সুপ্রকাশ গিরি, জেলা সংখ্যালঘু সেলের সভাপতি সেক অানোয়ার উদ্দিন প্রমুখ বিশ্বনবী দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপনের পাশাপাশি শান্তি,সম্প্রীতি ও সৌহার্দ্যের বাতাবরণ মজবুত করার অাবেদন জানান। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন বিশ্বনবী শান্তি, ক্ষমাশীলতা ও সহনশীলতার অাদর্শে  দায়বদ্ধ থাকার উপর গুরুত্ব অারোপ করেছেন। অথচ সারা দুনিয়ায় কিছু মৌলবাদী মানুষ  সেই অাদর্শকে জলাঞ্জলী দিয়ে অসহিষ্ণু হয়ে উঠেছেন।বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের শারদোৎসবে মৌলবাদীদের তান্ডবের তীব্র নিন্দা করার পাশাপাশি দুনিয়াজুড়ে সমস্ত মৌলবাদী কার্যকলাপের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার অাহ্বান জানান মামুদ হোসেন।

No comments