আজ ২ সেপ্টেম্বর 2021 বৃহস্পতিবার , মহিষাদল ব্লক এর কিসমত নাইকুন্ডি গ্রাম পঞ্চায়েতের নই গোপালপুর সদর উপ স্বাস্থ্য কেন্দ্রে প্রথম ডো জের কোভিড ১৯ ভ্যাকসিন নেওয়ার জন্য ভিড় জমিয়েছে উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে । আজকে প্রায় 200 …
আজ ২ সেপ্টেম্বর 2021 বৃহস্পতিবার , মহিষাদল ব্লক এর কিসমত নাইকুন্ডি গ্রাম পঞ্চায়েতের নই গোপালপুর সদর উপ স্বাস্থ্য কেন্দ্রে প্রথম ডো জের কোভিড ১৯ ভ্যাকসিন নেওয়ার জন্য ভিড় জমিয়েছে উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে । আজকে প্রায় 200 জন পুরুষ ও মহিলাদের কে অতিমহামারী করোনা আবহের সংক্রমণ এড়াতে প্রথম ডো জের ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন, সদর উপ স্বাস্থ্য কেন্দ্রের মহিলা স্বাস্থ্য কর্মী ( H .A .F ) শেফালী দাস ।
No comments