Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে জেলাশাসক এর নির্দেশে মহিষাদল ব্লকের ব্লক প্রশাসনের তৎপরতায় অমৃত বেরিয়া মৌজায় রূপনারায়ন নদীর চরে কয়েক কোটি টাকার ম্যানগ্রোভ গাছ এর চারা রোপন বা গাছ  লাগানো চলছে।এলাকার ১০০ …

 





রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে জেলাশাসক এর নির্দেশে মহিষাদল ব্লকের ব্লক প্রশাসনের তৎপরতায় অমৃত বেরিয়া মৌজায় রূপনারায়ন নদীর চরে কয়েক কোটি টাকার ম্যানগ্রোভ গাছ এর চারা রোপন বা গাছ  লাগানো চলছে।এলাকার ১০০ দিনের মহিলা এবং পুরুষ ওয়ার্কারদের দিয়ে ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করার কাজ চলছে রূপনারায়ণ নদীতে গজিয়ে ওঠা চরে । সেই গজিয়ে ওঠা চরে প্রতিদিন একশ থেকে দেড়শ বড় বড় মেশিন চালিত নৌকা সাদা বালি বেআইনি ভাবে কাটতে থাকে। যার ফলে চরের ভাঙ্গন হতে শুরু করেছে। জেলা প্রশাসনের নির্দেশে মহিষাদল ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের পক্ষ থেকে আজ সকালে একটি টোটো গাড়িতে করে মাইক বেঁধে এলাকার জনসাধারণকে রূপনারায়ন নদী র চর  থেকে সাদা বালি এবং মাটি না কাটার নির্দেশ দিয়ে সচেতনতা বার্তার মাইকিং প্রচার করেন ব্লকের রেভিনিউ ইন্সপেক্টর ঝন্টু দাস। যদি কোন মেশিন চালিত নৌকা ওয়ালা নিষেধ করার পরও নদী থেকে মাটি এবং সাদা বালি কাটেন । তাহলে তার  জেল-জরিমানা অবশ্যই হবে বলে ঘোষণা করেন । গতকাল নিষেধ করা সত্ত্বেও কয়েকটি নৌকা ওয়ালা সাদা বালি কাটতে থাকে ।এই খবর মহিষাদল থানা পৌঁছায় । খবর পাওয়া মাত্রই পুলিশ গাড়ি অমৃত বেরিয়া লক গেট প্রাঙ্গণে পৌঁছে যান।

No comments