Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দেশপ্রাণ ব্লকের মগরাখালের জমাজলে দূষণ চরমমাত্রায় পৌঁছেছে

পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের মগরাখালের জমাজলে দূষণ চরমমাত্রায় পৌঁছেছে। বিশেষ করে সরদা অঞ্চলের দুরমুঠ, সরদা,কাজলা,গোটসাউড়ী, মহেশপুর, ফুলেশ্বর, পাঁচগেছিয়া, কুঁকড়াঅাউল প্রভৃতি মৌজার জমাজল কালোরঙ ধারণ করে দুর্গন্ধ চড়াচ্ছে। জ…

 





পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের মগরাখালের জমাজলে দূষণ চরমমাত্রায় পৌঁছেছে। বিশেষ করে সরদা অঞ্চলের দুরমুঠ, সরদা,কাজলা,গোটসাউড়ী, মহেশপুর, ফুলেশ্বর, পাঁচগেছিয়া, কুঁকড়াঅাউল প্রভৃতি মৌজার জমাজল কালোরঙ ধারণ করে দুর্গন্ধ চড়াচ্ছে। জমাজলে অাগাছা,শ্যাওলা,ঝোপঝাড়, ধানগাছে পচন ধরে জলবাহিত রোগের প্রকোপের সম্ভাবনা ক্রমবর্ধমান। মগরাখালের উপর মাছ ধরার মোটা জাল, খেজুর পাতার অবরোধ, খড়িপাতার বেড়া ইত্যাদি জলনিষ্কাশনের পথে অবরোধ সৃষ্টি করে রেখেছে। এমনকি সুন্দরদা স্লুইসগেটের অাউটফলে পলি জমে অাছে। এমনকি স্লুইসগেটের মুখেই মাছ ধরার জাল এখনো বিরাজমান। মগরাখালের জমাজল নিষ্কাশনের পথে অবরোধ মুক্ত করার লক্ষে কাঁথি সেচদপ্তরের কোন হেলদোল নেই। মগরাবেসিন এলাকায় জমাজলে দূষণ রোধে পর্যাপ্ত ব্লিচিং পাউডার, ফিনাইল, ডেটল,স্যানিটাইজার ইত্যাদি সামগ্রী সরবরাহের জন্য নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য অাধিকারিককে অনুরোধ জানিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। সেই সাথে পরিশ্রুত পানীয়জল জোগানের ও অাবোদন জানান মামুদ হোসেন। কাঁথি সেচদপ্তরের নির্বাহী বাস্তুকার কে বার্তা পাঠিয়ে মগরাখালের উপর অবরোধ মুক্ত করার পাশাপাশি সুন্দরদা স্লুইসগেটের সন্নিকটে পলি অপসারণের দাবী জানিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

No comments