Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কথাসাহিত্যিক ফেলো নির্বাচিত হলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় - প্রনব দাস

শীর্ষেন্দু মুখোপাধ্যায় সাহিত্য অকাদেমির সবচেয়ে বড় সম্মানে ভূষিত হলেন আজ। তিনি অকাদেমির "ফেলো" নির্বাচিত হয়েছেন। সঙ্গে আরও সাতটি ভাষা থেকে আরও সাতজন ভারত বিখ্যাত লেখককে সম্মান জানাল সাহিত্য অকাদেমি।  যেমন রাসকিন বন্ড আছে…

 





শীর্ষেন্দু মুখোপাধ্যায় সাহিত্য অকাদেমির সবচেয়ে বড় সম্মানে ভূষিত হলেন আজ। তিনি অকাদেমির "ফেলো" নির্বাচিত হয়েছেন। সঙ্গে আরও সাতটি ভাষা থেকে আরও সাতজন ভারত বিখ্যাত লেখককে সম্মান জানাল সাহিত্য অকাদেমি।  যেমন রাসকিন বন্ড আছেন, তেমনি আছেন বালচন্দ্রন নেমাড়ে। একটি বিশেষ অনুষ্ঠানে শীর্ষেন্দুদার হাতে অকাদেমি এই সম্মান তুলে দেবে। 


বাংলায় সুভাষ মুখোপাধ্যায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী শঙ্খ  ঘোষ-এর পর অনেকদিন বাদে আবার একজন কথাসাহিত্যিক ফেলো নির্বাচিত হলেন। 


শীর্ষেন্দুদা, আপনার সম্মানে আমরা আজ সম্মানিত।

বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব হলদিয়াতে এবং কলকাতায় একাধিক অনুষ্ঠানে আপনার উপস্থিতি সমস্ত অনুষ্ঠানকে উজ্জ্বল করেছে অপরদিকে আপনার উপস্থিতিতে অনেক সমৃদ্ধ হয়েছেন ।

একজন কথা সাহিত্যিক ফেলো হিসাবে আপনি নির্বাচিত হওয়ায় আমরা খুব গর্ব অনুভব করছি ।

আপনি ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই প্রার্থনা করছি ।

No comments