Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রতিমা শিল্পী প্রতিমা মন্ডপ পৌঁছানোর আগেই শিল্পী পথদুর্ঘটনায় প্রাণ হারালেন

মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শিল্পশহর বিশ্বকর্মা পুজোর আনন্দে ছন্দপতন। প্রতিমা গড়ার পর শিল্পী নিজেই মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে গিয়ে ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বৃহস…

 






মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শিল্পশহর বিশ্বকর্মা পুজোর আনন্দে ছন্দপতন। প্রতিমা গড়ার পর শিল্পী নিজেই মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে গিয়ে ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর আগের দিন রাত্রি আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত এইচপি লিংক রোড পেট্রোকেমিক্যাল প্রথম গেটের কাটান এর একটু পরেই পরান চক কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম চিত্ত পড়ুয়া বয়স ৫৬ এবং সন্তোষ কুমার বয়স ২৬পেশায় মৃৎশিল্পী চিত্ত পড়ুয়া বাড়ি হলদিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর এলাকায়। সন্তোষের বাড়ি বিহারে শান্তিপুর জেলায়। এইচ পি এল লিংক রোড পরান চকএলাকায় একটি গাড়ির গ্যারেজে হেলপারের কাজ করতেন।সূত্রের খবর রিকশাভ্যানে প্রতিমা চাপিয়ে ওই মৃৎশিল্পী গ্যারেজের মণ্ডপে পৌঁছে দিতে যাচ্ছিলেন এইচ পি এল প্রথম গেট সংলগ্ন রাস্তা বদলালেন উল্টোদিকে থেকে আসা একটি ট্রাক প্রতিমাসহ গাড়িটিকে মুখোমুখি ধাক্কা মারে রিক্সা ভ্যানের উপর ও সন্তোষ ও এক বালক প্রতিমা ধরে বসে ছিলেন।  গাড়ির ধাক্কায় প্রতিমাসহ তিনজন ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। তবে জোর বেঁচে যায় ছোট্ট একটি বালক। শুক্রবার বিকেলে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন আইএনটিটিইউসি তমলুক জেলা সাংগঠনিক সভাপতি তাপস মাইতি ও স্থানীয় কাউন্সিলর প্রদীপ দাস। তাপস বাবু জানান সংগঠনের পক্ষ থেকে মৃৎশিল্পের পরিবারকে ১৫০০০ টাকা এবং মৃত সন্তোষের পরিবারকে ৫০০০ টাকা দেওয়া হয়েছে সন্তোষের দেহ বিহারে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেওয়া হয়েছে । মৃতদেহের পরিবারকে সমবেদনা জানালেন পূর্ব মেদিনীপুর জেলা আইএনটিটিইউসি সভাপতি তাপস কুমার মাইতি।

No comments