Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, ত্রানের আবেদন

জোড়া নিম্নচাপের ফলশ্রুতিতে অতি বর্ষণে দেশপ্রাণ, কাঁথি-১, কাঁথি-৩, খেজুরী-১, খেজুরী-২,ভগবানপুর-২ ব্লক সহ রামনগর, ভগবানপুর ও পটাশপুর বিধানসভা কেন্দ্রের নীচু এলাকায় জমাজলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাট, ঘরবাড়ি, চারা ও ফুলের …

 








জোড়া নিম্নচাপের ফলশ্রুতিতে অতি বর্ষণে দেশপ্রাণ, কাঁথি-১, কাঁথি-৩, খেজুরী-১, খেজুরী-২,ভগবানপুর-২ ব্লক সহ রামনগর, ভগবানপুর ও পটাশপুর বিধানসভা কেন্দ্রের নীচু এলাকায় জমাজলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাট, ঘরবাড়ি, চারা ও ফুলের চাষ( নার্সারী),ধান,সব্জী ও অন্যান্য বাণিজ্যিক শস্য চাষ,মাছের চাষ সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড লণ্ডভণ্ড। দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া, চালতি,দারিয়াপুর ও বামুনিয়া অঞ্চলের চারাগাছ, ফুলের চাষ,পানের বরোজ প্রভৃতি চরম ক্ষতিগ্রস্থ। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বসন্তিয়া, চালতি প্রভৃতি অঞ্চলের জলমগ্ন নার্সারী( চারাগাছ, ফুলের চাষ)সমূহ পরিদর্শন করেন। লক্ষ লক্ষ টাকার চারাগাছ জলের তলায়। চাষীদের মাথায় হাত। চালতি অঞ্চলের গোবিন্দবেরাবাড়, ফুলবাড়ী,বসন্তিয়া অঞ্চলের বসন্তিয়া, গোপীনাথপুর প্রভৃতি মৌজার নীচু জায়গা ও রাস্তাঘাট ডুবে অাছে। ঘরবাড়ি তে জল ঢুকে পড়ায় মানুষের দুর্ভোগের শেষ নেই। সরদা,ধোবাবেড়িয়া, অামতলিয়া ও অাঁউরাই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। পুর্ব অামতলিয়া, ফুলবাড়ী,কসাফলিয়া, ঘোড়াঘাটা,ছনবেড়িয়া, বাহার ছনবেড়িয়া, উমাপতিবাড়, ঝাউবনি,মুণ্ডপাড়া,নামালডিহা, চন্ডীভেটী প্রভৃতি গ্রামের নীচু রাস্তা ও চাষের জমিতে জল জমে অাছে। কাঁথি-৩ ব্লকের কানাইদীঘি, দইসাই,সরপাই,ভাজাচাউলি, লাউদা,ধান্দালিবাড়,বেতালিয়া, ডিঙ্গলবেড়িয়ার রাস্তা ঘাট জলমগ্ন ও ক্ষতিগ্রস্থ। কাঁথি-১ ব্লকের মাজিলাপুর, নয়াপুট, মহিষাগোট, সাবাজপুট,বাদলপুর, হৈপুর,দুলালপুর,রাইপুরের নীচু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন মৎস্য মন্ত্রী অখিল গিরি ও জেলা শাসককে ত্রাণ শিবির,ত্রিপল সহ ত্রাণসামগ্রী বিতরণ, চাষবাসের ক্ষতিপূরণ,রাস্তা-ঘাট মেরামতীর জন্য অর্থবরাদ্দ করার অাবেদন জানিয়েছেন।

No comments