Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শহীদ শিক্ষকদের স্মরণ সভা

তুষার কান্তি খান, বহরমপুরঃ ১৯৯১ সালের ৬ইআগস্ট গণতান্ত্রিক আন্দোলনের বিশিষ্ট নেতা তথা পেশায় প্রাথমিক শিক্ষক মানব সাহা খুন হন কংগ্রেসী ঘাতক বাহিনীর হাতে। তিনি ছিলেন শিক্ষক আন্দোলনের নেতা ও।নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি মুর্শিদা…

 





তুষার কান্তি খান, বহরমপুরঃ ১৯৯১ সালের ৬ইআগস্ট গণতান্ত্রিক আন্দোলনের বিশিষ্ট নেতা তথা পেশায় প্রাথমিক শিক্ষক মানব সাহা খুন হন কংগ্রেসী ঘাতক বাহিনীর হাতে। তিনি ছিলেন শিক্ষক আন্দোলনের নেতা ও।নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি মুর্শিদাবাদ জেলা কমিটির কোষাধ্যক্ষ। সেদিন ছিল ১৯৯১ সালের ৫ ই আগস্ট; তাঁকে বহরমপুর টেক্সটাইল মোড় থেকে অপহরণ করা হয়। দুইদিন পর তার দেহ ভেসে ওঠে গঙ্গার কলাবেরিয়া ঘাটে। তাঁকে সেদিন নৃশংস ভাবে খুন করা হয়েছিল।


  পেশায় প্রাথমিক শিক্ষক ও গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা মহম্মদ আল্লারেখা খুন হন ভগবানগোলার হরিরামপুর ঘাটে। তিনি ছিলেন ডিহিপাড়া বেসিক স্কুলের এলাকার একজন জনপ্রিয় শিক্ষক। তাঁকে কুপিয়ে খুন করা হয় দুপুর বারোটা নাগাদ ১৯৯৩ সালের 5 সেপ্টেম্বর। তাঁকেও খুন হতে হয়েছিল কংগ্রেস ঘাতক বাহিনীর হাতে দুই শিক্ষকের রক্তে এ রেঙেছিল মুর্শিদাবাদের মাটি।প্রতি বছরের ন্যায় এ বছরও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির মুর্শিদাবাদ জেলা কমিটি সংগঠনের নিজ ভবন আল্লারেখা ও মানব সাহা স্মৃতি ভবনে শহীদ দিবস পালন করল আজ ১১ই সেপ্টেম্বর শনিবার দুপুর দুটো নাগাদ। শহীদ বেদীতে মাল্যদান এর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। শহীদ বেদীতে মাল্যদান করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তরুণ দাস, তুষারদে সহ আরো অনেকে। তার জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন শিক্ষক নেতা এহেসান আলী, গণ আন্দোলনের নেতা তুষার দে, সম্পাদক নবেন্দু সরকার প্রমূখ। শহীদ পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আল্লা রেখার পুএ মাহামুদুল হাসান ও মানব সাহার কন্যা মিতালী সাহা। সভাপতিত্ব করেন তরুণ দাস। প্রতিবছর আওয়াজ ওঠে"বিপ্লবীর মৃত্যু হয়, বিপ্লবের নয়।"কমরেড মানব সাহার পরিবারের পক্ষ থেকে কুড়ি হাজার টাকা দান করা হয় নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি কে।

No comments