পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে বিজেপির সেবামূলক কর্মসূচি এবং রক্তদান শিবিরে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, নন্দীগ্রামে হারিয়েছি চিন্তা করবে…
পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে বিজেপির সেবামূলক কর্মসূচি এবং রক্তদান শিবিরে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, নন্দীগ্রামে হারিয়েছি চিন্তা করবেন না ভবানীপুর ও হারাবো। নন্দীগ্রামে জাহাজ বাড়ির মালিক বলেছিলেন ৮০ হাজার ভোটে আপনাকে জিতাবে। কিন্তু আপনারা দেখেছেন নন্দীগ্রামে কি অবস্থা হয়েছে। পায়ে ব্যান্ডেজ জড়িয়ে কি কান্ড সবাই দেখেছে নন্দীগ্রামে। তারপরেও আমি ওখানে জিতেছি। এদিন শুভেন্দু শ্লোগান তুলে বলেন,"বেকারত্ব ঘরে ঘরে- দিদি হারবে ভবানীপুরে"। ভোট দিতে পারলেই মানুষ প্রস্তুত। ভবানীপুরের ভোটারদের বাড়ি আসতে হবে। তালিবানি রাজত্ব থেকে বাঁচতে হলে পদ্মফুলে ভোট দিতে হবে। এই লড়াই মর্যাদার লড়াই।লড়াই অভিজিৎ সরকারের মায়ের চোখের জলের মর্যাদার লড়াই,। এদিন তমলুক সাংগঠনিক জেলার ৭০০ জন রক্তদান করেন এবং স্বাস্থ্য শিবিরের কয়েকশো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এদিন ডাক্তার থেকে রক্তদাতাদের সকলকে শুভেন্দু অধিকারী শুভেচ্ছা জানান। এরপর নিমতৌড়ি থেকে ঝাড়গ্রাম এর উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী।
No comments