Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাস্তার দাবিতে ময়নায় অবস্থান-বিক্ষোভ এলাকাবাসীর, ঘটনা স্থলে বিশাল পুলিশ বাহিনী

রাস্তার দাবিতে অবস্থান বিক্ষোভে বসে পূর্ব মেদিনীপুর জেলার ময়নার স্থানীয় মানুষ জন। ময়না গড়সাফাত এলাকার সাধারণ মানুষ ময়না ব্রিজের কাছে রাস্তার দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করে। জানা গিয়েছে দীর্ঘ দিন আগে ময়না ব্রিজ ময়না গড়ে…

 




 রাস্তার দাবিতে অবস্থান বিক্ষোভে বসে পূর্ব মেদিনীপুর জেলার ময়নার স্থানীয় মানুষ জন। ময়না গড়সাফাত এলাকার সাধারণ মানুষ ময়না ব্রিজের কাছে রাস্তার দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করে। জানা গিয়েছে দীর্ঘ দিন আগে ময়না ব্রিজ ময়না গড়ের ওপর দিয়ে উড়াল পুলের সঙ্গে যুক্ত হয়েছে। তবে পুরোপুরি কাজ এখনো সম্পন্ন হয়নি। এখনো চলছে কাজ। আগামী মহালয়ের দিন এই ব্রিজ উদ্বোধন করার কথা রয়েছে। ব্রিজ উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ব্রিজসংলগ্ন অ্যাপ্রচ রাস্তা বন্ধ করে দেওয়ার কথা বলছে প্রশাসন। এই অ্যাপ্রচ রাস্তা বন্ধের প্রতিবাদে এদিন সকাল থেকেই সাধারণ মানুষেরা অবস্থান বিক্ষোভ শুরু করে। এই অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন সেক জামাল ইসলাম। তিনি বলেন "১৯৯৬ সালে কাঁসাই নদীর উপর ব্রিজ নির্মাণের পর, দীর্ঘদিন উড়াল পুলের কাজ না হওয়ায় ব্রিজ চালু হয়নি। বর্তমানে উড়ালপুলের কাজ শেষ। সঙ্গে সংযুক্ত হয়েছে উড়ালপুল। কিন্তু প্রশাসন অ্যাপ্রচ রাস্তা বন্ধ করে দিতে চাইছে। অ্যাপ্রচ রাস্তা বন্ধ হলে সমস্যায় পড়বে ময়নার চারটি অঞ্চলের মানুষজন এছাড়াও অনেক দোকানদার ব্যবসায়ীরা। আমাদের দাবি প্রশাসন এই রাস্তা অন্তত ছয় ফুট তৈরি করে দিন, যাতে অ্যাম্বুলেন্স থেকে সাধারণ মানুষ যাতায়াত করতে পারে। না হলে প্রায় চার কিলোমিটার ঘুরে রোগী নিয়ে তমলুক যেতে হবে। প্রশাসন কথা দিয়েছিল এই অ্যাপ্রচ রাস্তা থাকবে কিন্তু বর্তমানে বন্ধ করে দিতে চাইছে তাই এই অবস্থান বিক্ষোভ।" অবস্থান-বিক্ষোভ কে কেন্দ্র করে ব্রিজের কাছে ময়না থানার বিশাল পুলিশ বাহিনী। আসে রেফ। পুলিশি আশ্বাসে প্রায় দু'ঘণ্টা পর অবস্থান-বিক্ষোভ তুলে নেয় মানুষ জন।

No comments