কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের অাহ্বানে অাগামী ১৩ ই সেপ্টেম্বর, সোমবার কাঁথি শহরের ডরমিটরি মাঠে কর্মীসভা অায়োজিত হবে।কর্মীসভায় উপস্থিত থাকবেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ,রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গির…
কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের অাহ্বানে অাগামী ১৩ ই সেপ্টেম্বর, সোমবার কাঁথি শহরের ডরমিটরি মাঠে কর্মীসভা অায়োজিত হবে।কর্মীসভায় উপস্থিত থাকবেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ,রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি,সেচ মন্ত্রী অধ্যাপক ডঃ সৌমেন মহাপাত্র, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ মাইতি, বিধায়ক উত্তম বারিক, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি প্রমুখ নেতৃবৃন্দ। অাজকে কর্মসভার প্রস্তুতি খতিয়ে দেখতে ডরমিটরি মাঠ পরিদর্শন করেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, জেলা তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, রত্নদীপ মান্না, সেক অানোয়ার উদ্দিন, রামগোবিন্দ দাস, সুরজিৎ নায়ক, খোকন চক্রবর্তী, অসিত মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ। জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি সর্বস্তরের যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের সভায় যোগদানের অাহ্বান জানান। জেলা তৃণমূল কংগ্রেস নেতা মামুদ হোসেন বলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশজুড়ে অান্দোলন-সংগ্রাম কে জোরদার করতে যুব তৃণমূল কংগ্রেসের কর্মীসম্মেলন সফল করা একান্ত জরুরী।
No comments