Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বটবৃক্ষের বীজ মাটিতে পড়লেই চারা হয়?

বট, অশ্বথ এই ধরনের গাছের ফল পাখিরা খেলে পাখির পাকস্থলীতে কয়েক ঘন্টা থাকার পর নির্দিষ্ট তাপমাত্রায় ও উৎসেচকের উপস্থিতিতে ওই বীজ অঙ্কুরোদগমের উপযোগী হয়। পরে মলের সাথে ওই জারমিনেটেড বীজ বাইরে আসলে তা থেকে চারা গজায়। বাইরের স্বাভাবিক…

 


বট, অশ্বথ এই ধরনের গাছের ফল পাখিরা খেলে পাখির পাকস্থলীতে কয়েক ঘন্টা থাকার পর নির্দিষ্ট তাপমাত্রায় ও উৎসেচকের উপস্থিতিতে ওই বীজ অঙ্কুরোদগমের উপযোগী হয়। পরে মলের সাথে ওই জারমিনেটেড বীজ বাইরে আসলে তা থেকে চারা গজায়। বাইরের স্বাভাবিক পরিবেশে কোনভাবেই এটা হয় না। তাই পাখি ফল না খেলে এই ধরনের গাছের চারা হওয়া সম্ভব নয়।

প্রসঙ্গত এটাও জানা দরকার যে ওই গাছের ফল খাওয়া টিয়া জাতীয় এমন পাখি যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়,তবে বট, অশত্থ গাছ ও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। এভাবেই আফ্রিকার ডোডো পাখি বিলুপ্ত হয়ে যাওয়ায় ওখানকার একশ্রেণীর গাছও একই নিয়মে বিলুপ্ত হয়ে গেছে। তাই সকলের কাছে অনুরোধ জৈব বৈচিত্র্য রক্ষায় উদ্যোগী হোন। কারন ছোট ছোট কীট পতঙ্গের উপরেও অনেক বড় জীব প্রজাতি নির্ভরশীল আমরা হয়তো সেটা জানিই না।

#সংগৃহীত

No comments