Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্যের শিক্ষা রত্ন পেলেন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার- শিক্ষিকা

‌ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস, এবারে পূর্ব মেদিনীপুর জেলার রাজ্যের শিক্ষা রত্ন পুরস্কার পেলেন হলদিয়া পৌরসভার অন্তর্গত দেভোগ পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইন্দ্রানী প্রধান মন্ডল।  সেই সুবাদে তিনি ২০১৭ সালের" নির্মল…

 










‌ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস, এবারে পূর্ব মেদিনীপুর জেলার রাজ্যের শিক্ষা রত্ন পুরস্কার পেলেন হলদিয়া পৌরসভার অন্তর্গত দেভোগ পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইন্দ্রানী প্রধান মন্ডল।  সেই সুবাদে তিনি ২০১৭ সালের" নির্মল বিদ্যালয়" এবং ২০১৮ সালে "বেস্ট পারফর্মিং স্কুল" এবং ২০১৯ সালে শিশু মিত্র পুরস্কার অর্জন করেছে। ২০২১ পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা রত্ন পুরস্কার। পুরস্কার পেয়ে ইন্দ্রানী প্রধান মন্ডল বললেন  এই পুরস্কারের সম্মান আনন্দ সতীর্থ শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ভাগ করে নেব ।



এর পিছনে পড়ুয়া, অভিভাবক দের ও অবদান স্বীকার করতে হয়। সকলের চেষ্টায় স্কুলকে শৃংখল ও সুন্দর করে তুলতে পেরেছি বলেই এই সম্মান প্রাপ্তি আনন্দের বিষয়। বিষয়টি নিয়ে জেলাশাসক পূর্ণেন্দু মাঝি জানান এই শিক্ষারত্ন পুরস্কার জেলার অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের উদ্বুদ্ধ করবে। আমরা গর্বিত, আনন্দিত ,অভিভূত, জেলা স্কুল পরিদর্শক মাধ্যমিক শুভাশীষ মিত্র জানিয়েছেন  শিক্ষা ক্ষেত্রে  এই সাফল্য উৎসাহ যোগাবে।  ৫ সেপ্টম্বর পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে শিক্ষিকার হাতে পুরস্কার তুলে দেন। পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু শেখর মাঝি। ভার্চুয়াল সভার মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সভার উদ্বোধন করবেন।

No comments