Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

"অয়ন" বাংলানিউজের পক্ষ থেকে বই প্রকাশ ও গুণীজন সংবর্ধনা সভা

তুষার কান্তি খাঁ, নবগ্রাম,-"-অয়ন"২০১৯ সালের মে মাস থেকে অত্যন্ত সততার সাথে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রেখে জেলা তথা রাজ্যে সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রেখেছে সাহসিকতার সাথে। আজ ২৬ শে সেপ্টেম্বর রবিবার ইশ্বরচন্দ্র বিদ্যাসা…

 





তুষার কান্তি খাঁ, নবগ্রাম,-"-অয়ন"২০১৯ সালের মে মাস থেকে অত্যন্ত সততার সাথে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রেখে জেলা তথা রাজ্যে সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রেখেছে সাহসিকতার সাথে। আজ ২৬ শে সেপ্টেম্বর রবিবার ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর ২০১ তম জন্ম দিবস ও বিশ্ব নদী দিবস এর পূণ্য দিনে "অয়ন বাংলা নিউজ"মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের বিজন ভট্টাচার্য সভা কক্ষ (বহরমপুর) -এ বই প্রকাশ, গুণীজন সংবর্ধনা ও সাংবাদিক প্রশিক্ষণ এর বিশেষ আয়োজন করে। উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন "রংধনু"পাক্ষিক পত্রিকার সম্পাদক তথা অনুষ্ঠানের  সভাপতি জয়নুল আবেদিন।


অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়"বোধোদয়"পত্রিকার সম্পাদক বিপ্লব বিশ্বাস,"রংধনু পত্রিকার সম্পাদক জয়নুল আবেদিন, মেজর শরিফ শেখ, "প্রত্যুষে" এর সম্পাদিকা শাহনাজ বেগম, সাংবাদিক তুষার কান্তি খাঁ, সমাজসেবী তথা চিকিৎসক ডাক্তার রোগী প্রসাদ রবি প্রসাদ রবি, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রণয় কুমার মন্ডল, নদী গবেষক সূর্যেন্দু দে সহ মোট ২৫ জন গুণী ব্যক্তি কে। শিশির রায়ের লেখা লোক  সংস্কৃতি বিষয়ক বই"লোকসংস্কৃতি"প্রকাশ করেন ডাক্তার রবি প্রসাদ রবি। অনুষ্ঠানে সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন " অয়ন বাংলা নিউজ"এর মূল কর্ণধার আনিসুর রহমান। গুণীজনদের সমাবেশে আজকের অনুষ্ঠান বেশ আকর্ষণীয় হয়ে ওঠে।

No comments