Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

May 20, 2025

Weather Location

Popular Posts

Breaking News:

ধর্মঘটের সমর্থনে মাইক প্রচার নবগ্রামে

তুষার কান্তি খাঁ, নবগ্রাম, আগামী 27 সেপ্টেম্বর ধর্মঘটের সমর্থনে নবগ্রামে নিবিড় প্রচার কর্মসূচী গ্রহণ করল সিপিআইএমের গণসংগঠন গুলি। এদিন গোটা নবগ্রাম এলাকাজুড়ে মাইক প্রচার করেন তারা। প্রচারে অংশগ্রহণ করেন খেতমজুর নেতা হাবিবুর রহম…

 




তুষার কান্তি খাঁ, নবগ্রাম, আগামী 27 সেপ্টেম্বর ধর্মঘটের সমর্থনে নবগ্রামে নিবিড় প্রচার কর্মসূচী গ্রহণ করল সিপিআইএমের গণসংগঠন গুলি। এদিন গোটা নবগ্রাম এলাকাজুড়ে মাইক প্রচার করেন তারা। প্রচারে অংশগ্রহণ করেন খেতমজুর নেতা হাবিবুর রহমান, জুয়েল শেখ, কৃষক নেতা প্রসন্ন মন্ডল, যুব নেতা রাজীব কাঠমা, শিক্ষক নেতা তুষার কান্তি খাঁ প্রমূখ। প্রচার শেষে নবগ্রাম ব্লক মোড়ে তাঁরা

 বক্তব্য রাখেন।প্রচারে নেমে নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রের বিজেপি সরকার তিনটি কালা কৃষি আইন এর মধ্য দিয়ে দেশের কৃষি ব্যবস্থাকে কর্পোরেট দের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করেছে। অত্যাবশ্যকীয় পণ্য আইন তুলে দিতে চাইছে।এই আইনের ফলে গোটা কৃষিব্যবস্থা পরিচালনা করবে কর্পোরেটরা। এই সরকারের আমলে শুধু কৃষি নয়, ডিজেল, পেট্রোল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হয়েছে আকাশছোঁয়া। রোদ জল কে উপেক্ষা করে একমাত্র প্রতিবাদ করছে বামপন্থীরা।নেতৃবৃন্দ সাধারণ মানুষকে আগামী 27 সেপ্টেম্বরের ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানায়।

No comments