Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মানবী

রমণী রত্নসমা'কে বুঝেছিল?কেই বা ডেকেছিল ওই নামে?প্রকৃতি দুহিতা মানবী ;নিজের অস্তিত্বে নিজেই সুকন‍্যা।কন‍্যা জায়া জননীর পথে-সে এসেছে সহ-মানব হয়ে,ক্রমোচ্চ তার সাধনা।স্বকীয়তায় কল‍্যানময়ী রমণীজ্বালিয়ে রাখে গৃহকল‍্যানের প্রদীপখানি।…

 





রমণী রত্নসমা'

কে বুঝেছিল?

কেই বা ডেকেছিল ওই নামে?

প্রকৃতি দুহিতা মানবী ;

নিজের অস্তিত্বে নিজেই সুকন‍্যা।

কন‍্যা জায়া জননীর পথে-

সে এসেছে সহ-মানব হয়ে,

ক্রমোচ্চ তার সাধনা।

স্বকীয়তায় কল‍্যানময়ী রমণী

জ্বালিয়ে রাখে গৃহকল‍্যানের প্রদীপখানি।

তারই হাত ধরে পুরুষ এগিয়ে চলে- 

বিকাশের পথে।

বন্ধুর মতো মিলিত পথেই তার অভিযাত্রা-

একে অন‍্যের পরিপূরক, 

সহগমণের পথই তার পথ।

No comments