Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কেলেঘাইর জলে জলবন্দি বিস্তৃর্ন এলাকা

পূর্ব মেদিনীপুর জেলার কেলেঘাই নদীর বাঁধভাঙা জলের তোড়ে ভগবানপুর-২ ব্লকের ইটাবেড়িয়া,বাসুদেববেড়িয়া, আড়গোয়াল, অর্জুননগর, বরোজ প্রভৃতি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। সেই সাথে কাঁথি-৩ ব্লকের ভাজাচাউলি ও এগরা-২ ব্লকের …

 







পূর্ব মেদিনীপুর জেলার কেলেঘাই নদীর বাঁধভাঙা জলের তোড়ে ভগবানপুর-২ ব্লকের ইটাবেড়িয়া,বাসুদেববেড়িয়া, আড়গোয়াল, অর্জুননগর, বরোজ প্রভৃতি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। সেই সাথে কাঁথি-৩ ব্লকের ভাজাচাউলি ও এগরা-২ ব্লকের বাথুয়াড়ী অঞ্চলের খালপাড় সংলগ্ন এলাকা জলমগ্ন। অাড়গোয়াল- বরোজ ক্যানেলের জল পাউসি স্লুইস গেটের মুখে পাহাড়প্রমাণ জলরাশীর সৃষ্টি করেছে। ইটাবেড়িয়া বাজার এলাকা জলমগ্ন। ইটাবেড়িয়া রাইস মিলের ভিতর জল ঢুকে লক্ষ লক্ষ টাকার ধান ও চাল ক্ষতিগ্রস্থ হয়েছে। গৃহস্হবাড়ীতে কোমর সমান জলে সব কিছু বিনষ্ট হচ্ছে। জনসাধারণের দুর্ভোগের শেষ নেই। ভগবানপুর-২ ব্লকের জলমগ্ন এলাকায় পানীয়জল, শুকনো খাবার, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা, ত্রিপল ও অন্যান্য ত্রাণ সামগ্রী প্রদান করার অাবেদন জানিয়ে জেলাশাসক কে ই-মেইল বার্তা পাঠিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

No comments