কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা প্রাপ্তি র ক্ষেত্রে উপভোক্তা দের অাধার কার্ড থাকা বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের ইউনিক অাইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অাধার কার্ড প্রনয়নের কাজে দায়িত্বপ্রাপ্ত। শ…
কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা প্রাপ্তি র ক্ষেত্রে উপভোক্তা দের অাধার কার্ড থাকা বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের ইউনিক অাইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অাধার কার্ড প্রনয়নের কাজে দায়িত্বপ্রাপ্ত। শুরুতেই প্রতিটি বুথে অাধার কার্ড প্রনয়নের কাজ বিনা খরচে করা হয়।পরে অাধার কার্ডে নামের বানান,পিতা/ স্বামী/ স্ত্রী/ সন্তান-সন্ততির নামের বানান,জন্মতারিখ, ঠিকানা ইত্যাদির ক্ষেত্রে প্রচুর গরমিল ধরা পড়ে। সেগুলি সংশোধন না করলে জনসাধারণ কে বিভিন্ন ক্ষেত্রে হয়রানির শিকার হতে হয়। তাছাড়া নতুন কার্ড করার প্রয়োজনীয়তা প্রতিটি পদক্ষেপে অনুভূত হয়। প্রতিটি গ্রামপঞ্চায়েত,ব্লক,ব্রাঞ্চ ও সাব পোস্ট অফিস, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা সরকারী ক্ষেত্রের শাখায় অাধার কার্ড প্রনয়নের কাজের দায়িত্ব দেওয়া জলে জনগণের দুর্দশার সুরাহা হতো।কিন্তু কেন্দ্রীয় সরকার কতিপয় পোস্ট অফিস বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া র শাখায় অাধার কার্ড প্রনয়ন বা সংশোধনের দায়িত্ব দেওয়ায় জনগণের লাইনে দাঁড়িয়ে দুর্দশা ভোগ করা ছাড়া কোন বিকল্প পথ খোলা নেই। কেন্দ্রীয় সরকারের ইউঅাইডিএঅাই কতৃপক্ষ নতুন অাধার কার্ড প্রনয়নের জন্য কোন ফি ধার্য্য না করলেও অাধার কার্ড সংশোধনের জন্য ক্ষেত্র বিশেষে ১০০/৫০ টাকা ধার্য্য করেছেন। অাবার কার্ডের ই-কপি বা কালার প্রিন্ট নেওয়ার জন্য কার্ড পিছু ৩০ টাকা ফি নির্ধারণ করেছেন। অাবার দালালচক্রের হাতে পড়ে জনগনকে সর্বশান্ত হতে হয়। সাধারণ মানুষজন অাধার কার্ড প্রনয়নের সময় সঠিক বিবরণ বা নথিপত্র জমা দেন।অাধার কার্ডের দায়িত্বপ্রাপ্ত সরকারী বেতনভুক্ত কর্মকর্তাদের অবহেলা ও কর্তব্যহীনতায় ভুলভাল অাধার কার্ড প্রণীত হয়।অার অাধার কার্ডে ভুলের জন্য বারে বারে ১০০ টাকার মাশুল গুনতে হয় জনসাধারণ কে। বিনামূল্যে ই-অাধার কার্ড বা কালার অাধার কার্ড পাওয়ার পরিবর্তে কার্ড পিছু ৩০ টাকা সাধারণ মানুষ কে মেটাতে হয় কার স্বার্থে। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন রাজ্য সরকারের মুখ্যসচিব এবং অাধার কার্ড কতৃপক্ষের কাছে ই-মেইল বার্তা পাঠিয়ে বিনা খরচে অাধার কার্ড সংশোধন সহ বিনামূল্যে ই-অাধার কার্ড প্রাপ্তি সুনিশ্চিত করার অাবেদন জানিয়েছেন। পাশাপাশি প্রতিটি গ্রামপঞ্চায়েত,ব্লক,পোস্ট অফিস ও সরকারী ক্ষেত্রের ব্যাঙ্কের শাখায় নতুন অাধার কার্ড প্রনয়ন বা সংশোধনের দায়িত্ব দেওয়ার জন্য দাবী জানিয়েছেন।
No comments