Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শ্রীমদ্ভগবদগীতা সম্পর্কে কিছু তথ্য ভান্ডার

১.শ্রীমদ্ভগবদগীতা কি?উঃ- ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বানী বা গান। 
২.সংস্কৃতি ভাষায় গীতার অর্থ কি?উঃ- গান।
৩.শ্রীমদ্ভাগবতগীতার রচিয়তা কে?উঃ- মহর্ষি ব্যাস দেব।
৪.ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান প্রথমে কাকে দিয়েছিল?উঃ- সূর্য দেব বিবস্বানকে।৪/১

 




১.শ্রীমদ্ভগবদগীতা কি?

উঃ- ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বানী বা গান। 


২.সংস্কৃতি ভাষায় গীতার অর্থ কি?

উঃ- গান।


৩.শ্রীমদ্ভাগবতগীতার রচিয়তা কে?

উঃ- মহর্ষি ব্যাস দেব।


৪.ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান প্রথমে কাকে দিয়েছিল?

উঃ- সূর্য দেব বিবস্বানকে।৪/১


৫.কত বছর আগে সূর্যদেব এই জ্ঞান পেয়েছিল?

উঃ- এখন থেকে ১২,০৪,০০,০০০ আগে।


৬ সূর্যদেব পরে এই জ্ঞান কাকে প্রদান করেছিল?

উঃ-মানব জাতির জনক মনুকে।


৭.এখন থেকে কত বছর আগে এই জ্ঞান মনু পেয়েছিল?

উঃ- এখন থেকে ২০,০০,০০০ বছর আগে। 


৮.মনু এই জ্ঞান কাকে দিয়েছিল? 

উঃ- ইক্ষাক্ষুকে।


৯.পূনরায় শ্রী কৃষ্ণ গীতার জ্ঞান কাকে দিয়েছিল? 

উঃ- অর্জুনকে।


১০.কত বছর আগে অর্জুন গীতার জ্ঞান লাভ করে?

উঃ- ৫২০০ বছর আগে।


১১.মহাভারতের কোন অংশে এই গীতার জ্ঞান আছে?

উঃ- মহাভারতের ভীষ্মপর্বের ২৫-৪২ অধ্যায়ে।


১২. গীতায় মোট কয়টি শ্লোক আছে? 

উঃ- ৭০০টি।


১৩.গীতায় কয়টি অধ্যায় আছে? 

উঃ- ১৮টি।


১৪.গীতার কয়টি নাম রয়েছে?

উঃ- ১৮টি।১.গঙ্গা ২.গীতা ৩.সাবিত্রী ৪.সীতা

৫.সত্যা ৬.পতিব্রতা ৭.ব্রহ্মবিদ্যা ৮.ব্রহ্মবলী

৯ ত্রিসন্ধা ১০. মুক্তিগেহেনী ১১.অর্ধমাত্রা ১২.চিতানন্দা ১৩.ভবগ্নী ১৪.ভ্রান্তিনাশিনী ১৫.বেদত্রয়ী ১৬.পরানন্দা ১৭.তত্ত্বার্থ ১৮.জ্ঞানমঞ্জুরী।


১৫.গীতায় কে কয়টি শ্লোক বলেছিল?

উঃ- ধৃতরাষ্ট-১টি,সঞ্চয়-৪০টি, অর্জুন-৮৫টি,

শ্রীকৃষ্ণ -৫৭৪টি।


১৬.গীতা কোন ছন্দে রচিত?

উঃ- অনুষ্টুপ ছন্দে রচিত,তবে কিছু শ্লোক ত্রিষ্টুপ ছন্দে রচিত। 


১৭.অনুষ্টুপ ও ত্রিষ্টুপ শ্লোক সংখ্যা কত?

উঃ- অনুষ্টুপ শ্লোক সংখ্যা ৬৪৫টি ও ত্রিস্টুপ শ্লোক সংখ্যা ৫৫ টি।


১৮.অনুষ্টুপ ও ত্রিষ্টুপ ছন্দ কত অক্ষর  বিশিষ্ট? 

উঃ- অনুষ্টুপ ছন্দের প্রতিটি শ্লোক ৩২ অক্ষর বিশিষ্ট, ত্রিষ্টুপ ছন্দের প্রতিটি শ্লোক ৪৪ অক্ষর বিশিষ্ট। 


১৯.গীতায় অর্জুন ও শ্রীকৃষ্ণের কয়টি নাম উল্লেখ রয়েছে?

উঃ- অর্জুনের ২০টি নাম ও শ্রীকৃষ্ণের ৩৩টি নাম।


২০.গীতার ১ম-৬ষ্ঠ অধ্যায়কে  কি বলে?

উঃ-কর্ম ষটক।


২১.গীতার ৭তম-১২তম অধ্যায়কে কি বলে?

উঃ- ভক্তি ষটক।


২২.গীতার ১৩ তম-১৮তম  অধ্যায়কে কি বলে?

উঃ- জ্ঞান ষটক।


২৩.শ্রীকৃষ্ণ  এই গীতার জ্ঞান কত দিনে দিয়েছিল?

উঃ- যুদ্ধের মাঝখানে ১৮ দিনে।


২৪.শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জ্ঞান কত মুহূর্তে প্রদান করেছিলেন? 

উঃ- ৪০ মুহূর্তে।

No comments