Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

July 4, 2025

Weather Location

Popular Posts

Breaking News:

জেলায় মাছের আড়তে এলো কয়েক টন বাংলাদেশের পদ্মার ইলিশ

প্রদীপ কুমার  মাইতি ঃকথায় আছে ভাতে মাছে বাঙালি আর যোদি ইলিশ হোলে তো কথায় নেই। গত দুবছর ধরে ইলিশ এর তেমন দেখা নেই । প্রায় নিম্নচাপের জন্যে সূমুদ্রে মাছ ধরতে গেলেও খালি হাতে ফিরে আসতে হয়েছে ট্রলার দের। বাজারে এখন যে ইলিশ পাওয়…

 






 প্রদীপ কুমার  মাইতি ঃকথায় আছে ভাতে মাছে বাঙালি আর যোদি ইলিশ হোলে তো কথায় নেই। গত দুবছর ধরে ইলিশ এর তেমন দেখা নেই । প্রায় নিম্নচাপের জন্যে সূমুদ্রে মাছ ধরতে গেলেও খালি হাতে ফিরে আসতে হয়েছে ট্রলার দের। বাজারে এখন যে ইলিশ পাওয়া যাচ্ছে তাও আবার ছোটো সাইজ তাও আবার লুকিয়ে চুরিয়ে বিক্রি হচ্ছে। তায় দু বৎসর ধরে বাঙালির পাতে ঠিক মতো ইলিশ এর দেখা নেই। সেই সময় খুশির খবর মেছেদা পাইকারি মাছ আড়তে এলো কয়েক টন বাংলাদেশর পদ্মার ইলিশ।800 গ্রাম ওজনের এর দাম আটশো টাকা এক কেজি ওজনের দাম 1000 টাকা 1500 কেজি দাম 1500 হাজার টাকা। মেছেদা ফিস মার্চেন্ট এসোসিয়েশন এর সভাপতি তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাদখ্য সিরাজ খান বোলেন ইলিস এর দেখা নেই বারে বারে নিম্ন চাপের জন্য খালি হাতে ফিরে আসতে হয়েছে সুমূদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলার দের। তায় বাঙালির পাতে দুবৎসার ধরে তেমন ইলিশ মাছ পরেনি। তায় বাংলাদেশ থেকে কয়েক টন ইলিশ মাছ মেছেদা পাইকারি মাছের আড়তে আশায় কিছু টা হোলে খুশি ইলিশ প্রেমী মানুষ জনেরা ।

No comments