Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাট ব্লকের অন্তর্গত নন্দাইগাজন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে জমে রয়েছে বৃষ্টির জল ভোগান্তিতে এলাকাবাসী

গত কয়েকদিনের টানা সম্প্রতি অতিবর্ষণে জেরে জেলাজুড়ে জল যন্ত্রণার ছবি প্রায় সর্বত্রই।তবে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত নন্দাইগাজন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনের ছবিটা দেখলে রীতিমতো চমকাতেই হবে।হাসপাতাল চত্বর…

 








গত কয়েকদিনের টানা সম্প্রতি অতিবর্ষণে জেরে জেলাজুড়ে জল যন্ত্রণার ছবি প্রায় সর্বত্রই।তবে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত নন্দাইগাজন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনের ছবিটা দেখলে রীতিমতো চমকাতেই হবে।হাসপাতাল চত্বর এর সামনে কোথাও হাঁটুজল কিংবা কোথাও তার থেকেও বেশি।নন্দাই গাজন স্টেশন থেকে হাসপাতাল চত্বর জুড়ে পুরো এলাকাই জলে জলময়।একপ্রকার সাপে মানুষে একসাথেই দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীদের।তবে

সবথেকে বেশী সমস্যায় পড়েছে হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগী ও রোগীর পরিবারের মধ্যে। নন্দাইগাজন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা ব্যবস্থা ভালো থাকার কারণে বহু দূর দূরান্ত থেকে প্রতিদিন চিকিৎসা করতে আসেন এই হাসপাতলে। কিন্তু দিন পনেরো আগে থেকে যে অতি বর্ষণের প্রভাবে ব্যাপক পরিমাণে জল এলাকায় জমে রয়েছে, এর পাশাপাশি হাসপাতালের ভেতরেও একইভাবে জমে রয়েছে বৃষ্টির জল।জল জমে থাকার ফলে  সমস্যায় পড়েছেন এলাকার বহু মানুষ। আর এই জল জমে থাকার ফলে কোভিড ভ্যাক্সিনেশন বন্ধ রয়েছে নন্দাইগাজন হাসপাতালে, যারফলে দূরবর্তী ভোগপুরে গিয়ে ভ্যাকসিনেশন  করতে হচ্ছে এমনটাই অভিযোগ। এলাকাবাসীদের মূল অভিযোগ, এলাকায় জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকার কারণেই এই চরম ভোগান্তি।

No comments