Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বন্যায় পূর্ব মেদিনীপুর জেলায় ৭২ শতাংশ আমন জমি জলের তলায়

বন্যায় পূর্ব মেদিনীপুর জেলায় ৭২ শতাংশ আমন জমি জলের তলায় চলে গিয়েছে। মোট ২ লক্ষ ৪৫ হাজার হেক্টরের মধ্যে ১ লক্ষ ৭৭ হাজার হেক্টর জমির ধানচাষ পুরোপুরি জলমগ্ন। এগরা মহকুমায় ৭১ হাজার হেক্টরের মধ্যে সবটাই জলে ডুবে রয়েছে। ২৩টি ব্লকে মোট …

 





বন্যায় পূর্ব মেদিনীপুর জেলায় ৭২ শতাংশ আমন জমি জলের তলায় চলে গিয়েছে। মোট ২ লক্ষ ৪৫ হাজার হেক্টরের মধ্যে ১ লক্ষ ৭৭ হাজার হেক্টর জমির ধানচাষ পুরোপুরি জলমগ্ন। এগরা মহকুমায় ৭১ হাজার হেক্টরের মধ্যে সবটাই জলে ডুবে রয়েছে। ২৩টি ব্লকে মোট ২৭৩১টি মৌজা ক্ষতির কবলে পড়েছে। এর ফলে কৃষিতে ভয়াবহ ক্ষতির আশঙ্কা রয়েছে। শুক্রবার কৃষিদপ্তরের পক্ষ থেকে জেলা প্রশাসনের পাশাপাশি রাজ্যেও এই রিপোর্ট পাঠানো হয়েছে। শুধু আমন নয়, পূর্ব মেদিনীপুরে বন্যায় বিপুল ক্ষতির আশঙ্কা রয়েছে ফুল ও সব্জিচাষেও। 

পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। ১৫০০ হেক্টর ফুলচাষ নষ্ট হওয়ার মুখে। তাই এবার শারদ অঞ্জলিতে ফুলের সঙ্কট দেখা দিতে পারে। প্রায় পাঁচ হাজার হেক্টর সব্জির জমি ক্ষতির মুখে। শীতকালীন নানা সব্জির চারা তৈরি সবে শুরু হয়েছিল। বন্যায় সেসব নষ্ট হয়ে গিয়েছে। সব্জির দাম চড়া হওয়ার আশঙ্কা রয়েছে।

জেলা কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, এগরা-১ ব্লকে ১৫ হাজার হেক্টর এবং এগরা-২ ব্লকে আরও ১৫ হাজার হেক্টর আমন জমির পুরোটাই জলের তলায়। একইভাবে পটাশপুর-১ ব্লকের সাড়ে ১৪ হাজার হেক্টর এবং পটাশপুর-২ ব্লকে আরও ১৪ হাজার হেক্টর জমির একশোভাগ জলের তলায়। ভগবানপুর-১ ব্লকের সাড়ে ১২ হাজার হেক্টর আমন জমির সবটাই জলে ডুবে রয়েছে। এগরা মহকুমার ওই পাঁচটি ব্লকের একশো শতাংশ ধানজমি বন্যার জলের তলায়। পাশাপাশি কাঁথি-১ ও দেশপ্রাণ, চণ্ডীপুর, ভগবানপুর-১, নন্দীগ্রাম-১ ও ২, নন্দকুমার, মহিষাদল, সুতাহাটা, ময়না, পাঁশকুড়া, ও কোলাঘাট সহ মোট ২৩টি ব্লকে সদ্য রোয়া ধানজমি জলের তলায়। এখনও নিউ কংসাবতী, বাগুই এবং চণ্ডীয়া নদী ফুঁসছে। যেকোনও সময় ভাঙনের আশঙ্কা আছে। সেক্ষেত্রে বড়সড় বিপর্যয় নেমে আসবে।  জেলা কৃষিদপ্তরের সহ অধিকর্তা(শস্য সুরক্ষা) মৃণালকান্তি বেরা বলেন, একসঙ্গে ২৩টি ব্লক ক্ষতিগ্রস্ত। প্রায় ৩১০০ মৌজার মধ্যে ২৭৩১ মৌজা প্লাবিত। এগরা মহকুমায় একশো শতাংশ ধান জমি জলের তলায়। বাকি তিন মহকুমায় ৬০ থেকে ৮০ ভাগ ধানচাষ জলমগ্ন। এবছর মোট ২ লক্ষ ৪৫ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছিল। তারমধ্যে ১ লক্ষ ৭৭ হাজার ৯০ হেক্টর জমি জলের তলায় রয়েছে। প্রাথমিকভাবে ওই রিপোর্ট এসেছে। আমরা জেলা প্রশাসন এবং রাজ্য কৃষিদপ্তরের কাছে ওই রিপোর্ট পাঠিয়েছি। জেলা উদ্যানপালন আধিকারিক সুশান্ত শীট বলেন, ফুল ও সব্জিচাষে বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে ফুলচাষ হয়। দেড় হাজার হেক্টর জমির ফুলচাষ নষ্ট হয়েছে। পাঁশকুড়ায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হলে সেক্ষেত্রে সঙ্কট আরও বাড়বে। সব্জিচাষেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে। আরও দু’-একদিন পর এনিয়ে চূড়ান্ত রিপোর্ট সামনে আসবে।

No comments