"হলদিয়া বন্দর" পত্রিকাতে লেখা পাঠাতে পারেন আপনিও✍️ স্বরচিত কবিতা/গল্প পাঠ অথবা অন্য গল্পকারের গল্প পাঠ/আবৃত্তি/গান/নাচ/মিমিক্রি-হাস্যকৌতুক ۔۔۔ সবই পাঠাতে পারেন | ভিডিও রেকর্ডিংয়ের শুরুতে অবশ্যই ۔۔۔ *"হলদিয়া নিউ…
"হলদিয়া বন্দর" পত্রিকাতে লেখা পাঠাতে পারেন আপনিও
✍️ স্বরচিত কবিতা/গল্প পাঠ অথবা অন্য গল্পকারের গল্প পাঠ/আবৃত্তি/গান/নাচ/মিমিক্রি-হাস্যকৌতুক ۔۔۔ সবই পাঠাতে পারেন |
ভিডিও রেকর্ডিংয়ের শুরুতে অবশ্যই ۔۔۔ *"হলদিয়া নিউজ" ও হলদিয়া বন্দর পত্রিকার আমন্ত্রণে আমি ...۔ বলে উল্লেখ করে নিজের পরিচয় জানিয়ে তারপর শুরু করবেন ।
মোবাইলটি আড়াআড়ি ভাবে রেখে ভিডিওটি রেকর্ড করতে হবে ,লম্বায় চলবেনা ।
ভিডিওটিতে নিজের ছবি যেন একদম মাঝামাঝি আসে দেখে নিয়ে রেকর্ড করবেন ।
আপনি ভিডিওটি পাঠাবেন 9434437461 এই wts app নংএ ।
মনোনীত ভিডিও আমাদের ইউ টিউবে প্রকাশের পর তার লিংক আপনাকে দিয়ে দেওয়া হবে ।
কিছু জানার থাকলে wts app 9434437461 এই নম্বরে কল করুন।
আপনি আপনার ভিডিও যেকোনো দিন পাঠাতে পারবেন ।
এতে কোনোরকম আর্থিক লেনদেনের কোন ব্যাপার নেই, কোন রকমের কোন গোপন শর্ত নেই আমাদের ।
ধন্যবাদান্তে,
সম্পাদকঃ- "হলদিয়া বন্দর"
No comments