Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১১জন মৎসজীবি কে উদ্ধার করল হলদিয়া তট রক্ষীবাহিনী

দীঘা উপকূল থেকে প্রায় ৭০কিলোমিটার দূরে পাখা ভেঙে বিকল হওয়া কাঁথির মৎস্যজীবীদের একটি ট্রলারকে উদ্ধার করল হলদিয়া তট রক্ষী বাহিনী। জানা যায় মৎস্য মন্ত্রী অখিল গিরির তৎপরতায় মাঝ সমুদ্রে বিকল হয়ে যাওয়া মা শীতলা নেপাল মাছধরা ট্রলারের …

 





 

দীঘা উপকূল থেকে প্রায় ৭০কিলোমিটার দূরে পাখা ভেঙে বিকল হওয়া কাঁথির মৎস্যজীবীদের একটি ট্রলারকে উদ্ধার করল হলদিয়া তট রক্ষী বাহিনী। জানা যায় মৎস্য মন্ত্রী অখিল গিরির তৎপরতায় মাঝ সমুদ্রে বিকল হয়ে যাওয়া মা শীতলা নেপাল মাছধরা ট্রলারের ১২ জন মৎস্যজীবি প্রাণে বাঁচলেন। গত ৫ দিন আগে দেশপ্রাণ ব্লকের ছনবেড়িয়া গ্রামের মণি গিরির মা শীতলা নেপাল মাছধরা ট্রলার ১২ জন মৎস্যজীবিকে নিয়ে মাছ ধরতে যায়।গতকাল রাতে উপকূল থেকে প্রায় ৭০ কিমি দূরে মাঝ সমুদ্রে হঠাৎ ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। নিম্নচাপের জেরে জলোচ্ছ্বাসে টালমাটাল অবস্থায় মা শীতলা নেপাল ট্রলার ১২ জন মৎস্যজীবিকে নিয়ে ডুবে যাওয়ার প্রহর গুনতে থাকে।ট্রলার থেকে মৎস্যজীবিগন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন ও আউরাই অঞ্চলের উপপ্রধান দেবাশীষ ভূঞ্যার সাথে প্রাণরক্ষার জন্য যোগাযোগ করতে থাকেন।প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরির স্বরণাপন্ন হন।মৎস্য মন্ত্রী অখিল গিরি  হস্তক্ষেপে  তটরক্ষী বাহিনীর দুটি জাহাজ  ট্রলারের কাছে পৌঁছে  ১২ জন মৎস্যজীবিকে উদ্ধার করে। সূত্রে খবর,

  ওই ট্রলার বিকল হয়ে মাঝ সমুদ্রে আটকে পড়ার খবর পায় মৎস্য দপ্তরের অফিসাররা।তৎক্ষনাৎ হলদিয়া কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করে দপ্তর। জিপিএস লোকেশন, ট্রলারের নাম সহ যাবতীয়  তথ্য সরবরাহ করা হয় কোস্ট গার্ডকে।তাদের টহলরত জাহাজ সেখানে পৌঁছে ট্রলারটিকে বেঁধে নিয়ে আসছে। সঙ্গে থাকা ১২মৎস্যজীবীকেও উদ্ধার করা হয়। সন্ধ্যায় হলদিয়ায় পৌঁচেছে কোস্ট গার্ডের উদ্ধারকারী জাহাজ। পূর্ব মেদিনীপুরের সহ মৎস্য অধিকর্তা(মেরিন) সুরজিৎ বাগ বলেন, উপকূল রক্ষী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। এখন সমুদ্র উত্তাল।সব ট্রলার লাইন দিয়ে ফিরে আসছে। যান্ত্রিক ত্রুটির কারণে ওই ট্রলার আটকে পড়েছিল।


No comments